বিয়ের পর হানিমুন ডেস্টিনেশন কোথায়, কবে নাতাশা-বরুণের স্বপ্ন সফর, বিয়ের আগেই ফাঁস তথ্য

বছর পড়তেই বলিউডে বিয়ের আসর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধাওয়ান ও তাঁর প্রেমিকা নাতাশা দালাল। রবিবার বিয়ের আসর বসছে আলিবাগে। আলিসান বিয়ের পর হানিমুন কোথায়, এবার ফাঁস সেই তথ্য। 
 

Jayita Chandra | Published : Jan 24, 2021 3:57 AM IST
19
বিয়ের পর হানিমুন ডেস্টিনেশন কোথায়, কবে নাতাশা-বরুণের স্বপ্ন সফর, বিয়ের আগেই ফাঁস তথ্য


বরুণ ধাওয়ান ও নাতাশা বিয়ের পিঁড়িতে বসছে রবিবার, দীর্ঘ দিনের সম্পর্কের এবার পরিণতী। বিয়ের করতে চলেছেন বরুণ। 

29

বলিউডে বেশ কিছুদিন ধরেই ভাইরাল এই একটাই খবর। কীভাবে ধাপে ধাপে চলছে প্রস্তুতি, কখনও সামনে আসছে বিয়ের মেনু, কখনও আবার পোশাক। 

39

ইতিমধ্যেই হয়ে গিয়েছে মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। আলিবাগে বসা আলিসান পার্টিতে সেভাবে থাকতে পারছে না গেস্ট। 

49

করোনার জেরে হাতে গুণে মাত্র ৫০ জনকে নিমন্ত্রণ করতে পারবেন তিনি। তারই মাঝে প্রায় অর্ধেক বলিউড সেলেব। এরপর দুই পরিবার ও বন্ধু। 

59

বরুণের এই বিয়ের অপেক্ষায় দিনগুণছিলেন অনেকেই। ছোটবেলার প্রেম, বলিউডে এসে ভেস্তে যাবে না তো। না তেমনটা হতে দেননি বরুণ। 

69

বরং কেরিয়ার বেশ খানিকটা গুছিয়ে নিয়ে এবার বিয়ে করছেন তিনি। শুধু বিয়ে নয়, প্ল্যানিং রেডি হানিমুন নিয়েও। কিন্তু সেখানেও বেশ খানিকটা সমস্যা। 

 

79

হাতে এখন বরুণের বেশ কয়েকটি কাজ। তাই হানিমুন যাওয়ার সময়টা গেল পিছিয়ে। আগে বরুণ শেষ করবেন তাঁর পরবর্তী ছবির শ্যুটিং। 

 

89

এরপরই বেরিয়ে পড়বেন নাতাশার হাত ধরে। কিন্তু ডেস্টিনেশন কোথায়! হানিমুন ডেস্টিনেশন হিসেবে এই জুটির পছন্দ টার্কি। 

99

বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস
 

Share this Photo Gallery
click me!

Latest Videos