বাধর্ক্য শরীরে এসেছে মনে নয়। আর এটাই যেন প্রমাণ করে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। বয়স ৭৫ পেরিয়ে গেলেও মনের কাছে এখনও যেন যুবতীকে হার মানায়। সম্প্রতি ছোট মেয়ে তানিশা ৪২-এ পা দিল। আর সেই জন্মদিন উপলক্ষ্যে থিম পার্টির আয়োজন করেছিল অভিনেত্রী। 'সুইমস্যুট'-ই ছিল পার্টির মূল আকর্ষণ। আর সেই পার্টির মূল আকর্ষণই ছিল তনুজা। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও মনোকিনি পরে ছবিতে পোজ দিয়েছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জন্মদিন পালনের বিভিন্ন মুহূর্তের ছবি। একনজরে দেখে নিন বর্ষীয়ান অভিনেত্রী তনুজার পুলসাইডের মনোকিনির ছবিগুলি।