ক্যাটরিনা-ভিকির বিয়ে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান হতে চলেছে। পাঞ্জাবি রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের পাওয়ার কাপল ভিকি-ক্যাট জুটি (Katrina Kaif-Vicky Kaushal Wedding)। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই বসতে চলেছে বিয়ের আসর।
211
বিয়ের মরশুমে সাজো সাজো রব জয়পুরে। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে ভিকি-ক্যাটের প্রাক বিবাহ অনুষ্ঠান। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর (Katrina Kaif-Vicky Kaushal Wedding)। বারওয়ারা এখন অলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ একটাই ক্যাটরিনা -ভিকির রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে এই দুর্গেই।
311
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের হাই প্রোফাইল বিয়ের (Katrina Kaif-Vicky Kaushal Wedding) দিকেই নজর আটকে সকলের। গত কয়েকদিন ধরেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ( Vicky kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif) ।
411
চরম গোপনীয়তা বজায় রেখেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ( Vicky kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif)। কারণ একটাই বিয়ের কোনও ছবি ও ভিডিও যাতে বাইরে ফাঁস না হয়। তারপরও ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত খবরে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
511
যদি বিয়ের আগেই ফাঁস হয়ে গিয়েছে ভিক্যাটের বিয়ের কার্ড। এবার কড়া নিরাপত্তার মধ্যে ফাঁস হয়ে হলে ভিকি-ক্যাটের বিয়ের ভেন্যুর অন্দর সজ্জা (Katrina Kaif-Vicky Kaushal Wedding)। ক্যাট-ভিকির বিয়ের ভেন্যু থেকে স্বামী অঙ্গদ বেদির সঙ্গে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন নেহা ধুপিয়া। এই ছবিই বর্তমানে নেটদুনিয়ার হটকেক।
611
ভিকি ক্যাটের বিয়েতে উপস্থিত হওয়া মানে নিজেকে বন্দি করে ফেলা। কারণ ভিক্যাটের বিয়েত যেতে হলে একগুচ্ছ নিয়ম-শর্ত মানতে হবে (Katrina Kaif-Vicky Kaushal Wedding) । তার মধ্যে প্রথমেই হল কোনও গেস্ট তাদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকী কে কোন ঘরে আছে তা জানা যাবে না। বিয়ের আসরে দেখা হবে তাদের।
711
বিয়ের আসরে না গিয়ে পার্টি করতে চাইলে প্রাসাদের ছাদেও তারা পার্টি করতে পারবেন, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করা যাবে না (Katrina Kaif-Vicky Kaushal Wedding) । সূত্র বলছে প্রায় ১০০ কোটি টাকার বিনিময়ে নাকি ভিকি ক্যাটের ছবি-ভিডিও চুক্তি করেছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। সেই কারণেই এত কড়াকড়ি ব্যবস্থা নিয়েছেন ভিক্যাট জুটি।
811
এখানেই শেষ নয়, ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়াও অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে (Katrina Kaif-Vicky Kaushal Wedding)। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড। যা প্রত্যেক অতিথির জন্যই বাধ্যতামূলক।
911
এত কড়াকড়ির মধ্যেও নেহা ধুপিয়া (Neha Dhupia) একের পর এক ছবিতে পোজ দিয়েছেন স্বামী অঙ্গদের সঙ্গে। নেহা ও অঙ্গদ বেদি হত ৭ তারিখেই রাজস্থান পৌঁছেছেন। নীল পোশাকে স্বামী অঙ্গদের সঙ্গে নজর কেড়েছিলেন নেহা। এবং ওইদিন সন্ধ্যাবেলাতেই একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন (Katrina Kaif-Vicky Kaushal Wedding) নেহা, যা জল্পনা বাড়াচ্ছে।
1011
চারিদিকে আলোর রোশনাই, একে অপরকে জড়িয়ে ধরে আছেন নেহা ও অঙ্গদ। ছবি শেয়ার করে নেহা ক্যাপশনে লিখেছেন, 'আমরা ভুলেই যাচ্ছিলাম পার্টি কাকে বলে, কি করে পার্টি করতে হয়'। এই ছবি দেখেই নেটিজেনরা বলছেন তবে কি ভিক্যাটের বিয়ের আসর (Katrina Kaif-Vicky Kaushal Wedding) থেকেই ছবি পোস্ট করেছেন নেহা-অঙ্গদ।
1111
তবে কি নেহা-অঙ্গদই ফাঁস করে দিলেন ভিক্যাটের বিয়ের ভেন্যুর অন্দরসজ্জা। অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া যে ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ে রয়েছেন সেকথা সকলেই জানেন। এই ছবি ঘিরেই বাড়ছে জল্পনা। তবে কি সবকিছু গোপন রাখতে পারবে ভিক্যাট (Katrina Kaif-Vicky Kaushal Wedding) জুটি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।