চারিদিকে আলোর রোশনাই, একে অপরকে জড়িয়ে ধরে আছেন নেহা ও অঙ্গদ। ছবি শেয়ার করে নেহা ক্যাপশনে লিখেছেন, 'আমরা ভুলেই যাচ্ছিলাম পার্টি কাকে বলে, কি করে পার্টি করতে হয়'। এই ছবি দেখেই নেটিজেনরা বলছেন তবে কি ভিক্যাটের বিয়ের আসর (Katrina Kaif-Vicky Kaushal Wedding) থেকেই ছবি পোস্ট করেছেন নেহা-অঙ্গদ।