অবশেষে এল শুভক্ষণ। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান হতে চলেছে। বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি-ক্যাট জুটি। চলছে অন্তিম মুহূর্তের প্রস্তুতি। ৯ ডিসেম্বর ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর । ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ে নজর আটকে সকলের । ইতিমধ্যেই ভিক্যাটের বিয়ে উপলক্ষে তারকাদের মেলা বসছে জয়পুরে। কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে ভিক্যাটের বিসের আসর। তবু বিয়ের আগেই ফাঁস হয়ে গিয়েছে বিয়ের কার্ড। এবার কড়া নিরাপত্তার মধ্যে ফাঁস হয়ে হলে ভিকি-ক্যাটের বিয়ের ভেন্যুর অন্দর সজ্জা। ক্যাট-ভিকির বিয়ের ভেন্যু থেকে স্বামী অঙ্গদ বেদির সঙ্গে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন নেহা ধুপিয়া। এই ছবিই বর্তমানে নেটদুনিয়ার হটকেক।