অভিনয়ের পাশাপাশি পূজার আইটেম ডান্সও নজর কাড়ে সকলের। তাঁর নাচের ঠুমকায় পাগল সকলে। এরা শোনা যাচ্ছে, অনিল রবিপুরির নতুন ছবির ‘এক থ্রি ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ -এ আইটেম ডান্স করবেন পূজা। রোম্যান্টিক কমেডি ঘরানারা এই ছবি। ছবিটি আগামী ২৭ মে মুক্তি পাবে। এতে ভেঙ্কটেশ, তামান্না ভাটিয়া, রবি তেজা ও মেহরীন আছে।