ভিক্যাটের বিয়ে উপলক্ষে তারকাদের মেলা বসছে জয়পুরে। কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে ভিক্যাটের বিসের আসর। ৭ তারিখ থেকেই শুরু হয়েছে মেহেন্দি, সঙ্গীত, ককটেল পার্টি। অবশেষে এল শুভক্ষণ। ৯ ডিসেম্বর ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বসতে চলেছে রাজকীয় বিয়ের আসর ।