বারংবার অমিতাভের গায়ে ঢলে পড়ছিলেন ঐশ্বর্য, পুত্রবধূর আচরণে রেগে আগুন বিগ বি

বলি তারকাদের পুরোনো ভিডিও, গসিপ, ছবি সোশ্যাল মিডিয়ায় সবসময়েই ভাইরাল। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া।  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন সেই তালিকায়। সম্প্রতি অমিতাভ বচ্চন ও ঐশ্বর্যর একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। এবং সেই বিতর্কের জেরেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। 
 

Riya Das | Published : Dec 8, 2020 4:29 AM IST / Updated: Dec 08 2020, 10:02 AM IST
17
বারংবার অমিতাভের গায়ে ঢলে পড়ছিলেন ঐশ্বর্য, পুত্রবধূর আচরণে রেগে আগুন বিগ বি

একাধিক সম্পর্কেই শুধু নয়, নানা কারণেই বারংবার শিরোনামে উঠে এসেছেন ঐশ্বর্য। একটি ঘটনাকে কেন্দ্র করে আজও বিতর্কের শিরোনামে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।

27


২০১৬ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও ঐশ্বর্য গিয়েছিলেন। 

37

অ্যাওয়ার্ড পাওয়ার পর বিগ বি মিডিয়ার সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন। তখনই ঐশ্বর্য এমন বাহানা শুরু করেছিল। যা বিগ বি-কে  বিরক্ত করেছিল।

47

বিগ বি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় পুত্রবধূ ঐশ্বর্য মাঝেমাঝেই জোরে জোরে হেসে ফেলেছিলেন। এবং শ্বশুরকে জোরে জোরে জড়িয়ে ধরছিলেন।

57


ঐশ্বর্যকে এমন আচরণ করতে দেখে রীতিমতো রেগে আগুন হয়ে যান অমিতাভ বচ্চন।

67


এমনকী প্রকাশ্যেই বাধা দেন ঐশ্বর্যকে। এবং বলেন আরাধ্যার মতো আচরণ  না করতে। এবং তিনি যেন হাসিটা থামান তা জানিয়েছিলেন অমিতাভ।

77


বর্তমানে জুনিয়র বচ্চনের সঙ্গে দীর্ঘ ১৩ বছর ধরে চুটিয়ে সংসার করছেন ঐশ্বর্য। বর্তমানে তাদের একটি মেয়েও রয়েছে।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos