কী করলে ঐশ্বর্যকে এক রাতের জন্য একা পাব, রাইসুন্দরীর ম্যানেজারকে কুপ্রস্তাব হলিউড পরিচালকের

Published : Mar 17, 2022, 03:44 PM IST

২০১৮ সালে মিটু ঝড় আছড়ে পড়েছিল গোটা হলিউডে। সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বলিউড জুড়ে। বহু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক কর্মক্ষেত্রে যৌন হেনস্তা নিয়ে অকপটে মুখ খুলেছিলেন। শুধু তাই নয়, প্রত্যেকের নামও প্রকাশ্যে এনেছিলেন তারা। কেউ কেউ আবার কাস্টিং কাউচ নিয়েও মুখ খুলেছিলেন।  শুধু তাই নয়,  আন্দোলনকারীদের নৈতিক সমর্থন দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে নিজের কোনও তিক্ত অভিজ্ঞতার কোনওদিনই ফাঁস করেননি ঐশ্বর্য ( Aishwarya Rai Bachchan)। সেই সময় অনেকেই ভেবেছিলেন বচ্চন পরিবারের পূত্রবধূ হয়তো কোনওদিন এরকম কোনও তিক্ত অভিজ্ঞতার শিকার হয়নি। তবে এই ধারণাটি যে সম্পূর্ণ ভুল তা ঐশ্বর্যর প্রাক্তন ম্যানেজারের বয়ানে জানা গেল।

PREV
111
কী করলে ঐশ্বর্যকে এক রাতের জন্য একা পাব, রাইসুন্দরীর ম্যানেজারকে কুপ্রস্তাব হলিউড পরিচালকের

অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ (Aishwarya Rai Bachchan)।   বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  ঐশ্বর্য রাই বচ্চনের। ফের সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। 

211

বলি তারকাদের পুরোনো ভিডিও, গসিপ, ছবি সোশ্যাল মিডিয়ায় সবসময়েই ভাইরাল। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া।  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন সেই তালিকায় (Aishwarya Rai Bachchan)। 

311

২০১৮ সালে মিটু ঝড় আছড়ে পড়েছিল গোটা হলিউডে। সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বলিউড জুড়ে। বহু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক কর্মক্ষেত্রে যৌন হেনস্তা নিয়ে অকপটে মুখ খুলেছিলেন। শুধু তাই নয়, প্রত্যেকের নামও প্রকাশ্যে এনেছিলেন তারা। কেউ কেউ আবার কাস্টিং কাউচ নিয়েও মুখ খুলেছিলেন।  শুধু তাই নয়,  আন্দোলনকারীদের নৈতিক সমর্থন দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।

411

তবে নিজের কোনও তিক্ত অভিজ্ঞতার কোনওদিনই ফাঁস করেননি ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) । সেই সময় অনেকেই ভেবেছিলেন বচ্চন পরিবারের পূত্রবধূ হয়তো কোনওদিন এরকম কোনও তিক্ত অভিজ্ঞতার শিকার হয়নি। তবে এই ধারণাটি যে সম্পূর্ণ ভুল তা ঐশ্বর্যর প্রাক্তন ম্যানেজারের বয়ানে জানা গেল।

511

ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) প্রাক্তন ম্যানেজার সিমন শেফিল্ডস আন্তর্জাতিক সিনেমায় রাই সুন্দরীর যাবতীয় কাজে দেখাশোনা করতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ঐশ্বর্যার জন্য একসময় মরিয়া হয়ে উঠেছিলেন হলিউড পরিচালক হার্ভে উইনস্টেইন।  এমনকী এ ব্যাপারে প্রস্তাবও দিয়েছিলেন সিমনের কাছে।

611


হলিউডের মিটু আন্দোলনের সূত্রপাত হয়েছিল হলিউডের খ্যাতনামা পরিচালক হার্ভে-কে কেন্দ্র করে। হলিউডের প্রথম সারির অনেক অভিনেত্রীরাই  যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন হার্ভের বিরুদ্ধে। তাদের মধ্যে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লরেন্সের মতো অভিনেত্রীরা (Aishwarya Rai Bachchan)।
 

711


একাধিক অভিনেত্রীদের অভিযোগের ভিত্তিতে হার্ভেকে হলিউডের সেক্সুয়াল প্রিডেটর বা যৌন শিকারির তকমা  দেওয়া হয়েছিল। সিমন জানিয়েছেন,  ২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan), তবে তিনি একা নন, স্বামী অভিষেকও সঙ্গে ছিলেন ঐশ্বর্যর। সেখানেই হার্ভের সঙ্গে প্রথম দেখা হয় ঐশ্বর্য রাই বচ্চনের।

811


ঐশ্বর্য রাই বচ্চনেরও (Aishwarya Rai Bachchan)  তখন বিদেশে কিছু কাজের প্রস্তাব আসতে শুরু করে। কাজের সূত্র ধরেই লস অ্যাঞ্জেলসে আসতেন ঐশ্বর্য। ঠিক সেই সময়েই বেশ কয়েকবারই ঐশ্বর্যর সঙ্গে  বৈঠকে করেন পরিচালক হার্ভে। সেখানে সব সময়েই ঐশ্বর্যর সঙ্গে থাকতেন সিমন। 
 

911

সিমন আরও জানিয়েছেন,  একবার নয়, একাধিকবার  হার্ভে তাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেই ইঙ্গিত বুঝতে চাননি সিমন। তেমনই একটি বৈঠকে ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) চোখের আড়ালে সিমনকে চেপে ধরেন হার্ভে। তাকে সটান প্রশ্নে জিজ্ঞাসা করেন, ঐশ্বর্যকে একা ঘরে পেতে হলে ঠিক কী করতে হবে।

1011

হার্ভের এই নোংরা ইঙ্গিতকে কোনওভাবেই পাত্তা দিতে রাজি ছিলেন না সিমন। হার্ভের জবাবে ঠিক কী বলেছিলেন তাও খোলসা করেননি সিমন। কিন্তু ছাপার অক্ষরে তা প্রকাশ করা অনুচিত। তবে সিমন বুঝিয়ে দিয়েছিলেন তার গ্রাহককে কোনওমতেই ছুঁতে দেবেন না তিনি (Aishwarya Rai Bachchan) ।

1111


এখানেই থামেননি সিমন। সেই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে হলিউডের পরিচালকে নোংরা মন্তব্য করতে পিছপা হননি।  তিনি জানান, ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) জন্য মরিয়া হয়ে  ও যা যা করেছিল তা বলে বোঝানো যাবে না। এমনকী আমার কেরিয়ার নিয়েও হুমকি দিয়েছিল হার্ভে।  

click me!

Recommended Stories