শ্যামবর্ণ থেকে রাতারাতি ফর্সা, গায়ের রঙ হঠাৎই বদল, ফর্সা হতে স্কিন লাইটনিংয়ের সাহায্য নেন কাজলের

কাজল মানেই তাঁর শ্যামবর্ণা রঙে মুগ্ধ হওয়া অগণিত পুরুষ। ডাস্কি বিউটিদের মধ্যে অন্যতম উদাহরণ হিসাবে নেওয়া হয় তাঁর নাম। বলিউডে তাঁর এই রূপেই মজেছিল দর্শকরাও। এই গায়ের রঙ নিয়েই কখনই তাঁকে অস্বস্থিতে দেখাল যায়নি। তেমন কথাও তিনি সাক্ষাৎকারে বলেননি কখনও। তবে হঠাৎ কেন ২০১৫ সালে এই ভোলবদল। প্রশ্ন তুলেছিল ভক্তরা। কাজলের নতুন রূপ দেখে অবাক হয়েছিল ভক্তমহল। শ্যামবর্ণা কাজল এভাবে ফর্সা হলেন কীকরে। গায়ের রঙে বদল ঘটতেই কটাক্ষের শিকার হয়েছিলেন তনুজা-কন্যা। 

Adrika Das | Published : Aug 5, 2020 10:37 AM IST

110
শ্যামবর্ণ থেকে রাতারাতি ফর্সা, গায়ের রঙ হঠাৎই বদল, ফর্সা হতে স্কিন লাইটনিংয়ের সাহায্য নেন কাজলের

বিনোদন জগতের তারকা মানেই সর্বক্ষণ তাঁর জীবন, রূপ এবং কেরিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণ। চলতে থাকে নানা কথা, ছুটে আসে বিভিন্ন বক্তব্য। এর হাত থেকে মুক্তি নেই কোনও তারকার। 

210

তার মধ্যে কাজলের মত সুপারস্টার হলে তো তাঁর জীবনের খুঁটিনাটি নিয়ে হাতছাড়া করার সুযোগই নেই। পাঁচ বছর আগে তাঁকে দিলওয়ালের ট্রেলারে দেখে এক ঝলকে চিনতেই পারেনি দর্শকমহল। 

310

প্রথমদিকে সকলের অভিযোগ ছিল, ছবির ট্রেলারের এডিটিং কোনও সমস্যা রয়ে গিয়েছে। যার জেরে কাজলকে অস্বাভাবিক ফর্সা দেখাচ্ছে। রোহিত শোট্টি পরিচালিত এই ছবির এডিটিং টিমের বিরুদ্ধেও কটাক্ষে তির ছুটে আসে। 

410

নেটিজেনের প্রশ্ন ছিল, কেন কোনও শ্যামবর্ণা অভিনেত্রীকে এমন ফর্সা দেখানো হবে। তিনি শ্যামবর্ণা এবং সেই গায়ের রঙ রেখেই ছবির এডিটিং করা উচিত ছিল। 

510

বিতর্কটি এখানেই থেমে যায়। ফের বিতর্ক শুরু হয় এক সাংবাদিক বৈঠকে। ছবির প্রচার চলাকালীন শাহরুখ খান, বরুণ ধাওয়ান, কৃতি স্যাননের সঙ্গে উপস্থিত ছিলেন কাজলও।

610

সেখানে তাঁকে দেখে সকলে নিশ্চিত হলেন, কাজলের গায়ের রঙের পিছনে ছবির এডিটিংয়ের টিম দায়ী নয়। দায়ী তিনি নিজেই। সাইবারবাসীরা দাবি করতে থাকে, মেলানিন ট্রিটমেন্ট করিয়েছেন কাজল। 

710

যাকে বলা হয় স্কিন লাইটনিং। ফর্সা হওয়ার জন্য এই ধরণের লেজর ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান অভিনেতা অভিনেত্রী সহ একাধিক সাধারণ মানুষও। ভারতে এর চাহিদা মারাত্মক।

810

নেটিজেনের এই দাবিতে যদিও কাজল কোনও মন্তব্য করেননি। তবে তাঁর এই নতুন রূপে ক্ষুব্ধ হয় ভক্তরা। হতাশ হয়ে মন্তব্য করে, "আপনার সৌন্দর্য আপনার সেই রঙেই ছিল। কেন বাকি অভিনেত্রীদের মত সার্জারির এবং এই চিকিৎসার সাহায্য নিতে গেলেন।"

910

নেটিজেনের এই দাবিতে যদিও কাজল কোনও মন্তব্য করেননি। তবে তাঁর এই নতুন রূপে ক্ষুব্ধ হয় ভক্তরা। হতাশ হয়ে মন্তব্য করে, "আপনার সৌন্দর্য আপনার সেই রঙেই ছিল। কেন বাকি অভিনেত্রীদের মত সার্জারির এবং এই চিকিৎসার সাহায্য নিতে গেলেন।"

1010

অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি মানেই সংবাদ শিরোনামে উঠে আসা প্রসঙ্গে। এই প্রসঙ্গ কখনই কারও চোখের আরাল হয় না। সারাক্ষণ লাইমলাইটে থাকা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ন্যূনতম পার্থক্য চোখে পড়ে সকলের। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos