কাজল মানেই তাঁর শ্যামবর্ণা রঙে মুগ্ধ হওয়া অগণিত পুরুষ। ডাস্কি বিউটিদের মধ্যে অন্যতম উদাহরণ হিসাবে নেওয়া হয় তাঁর নাম। বলিউডে তাঁর এই রূপেই মজেছিল দর্শকরাও। এই গায়ের রঙ নিয়েই কখনই তাঁকে অস্বস্থিতে দেখাল যায়নি। তেমন কথাও তিনি সাক্ষাৎকারে বলেননি কখনও। তবে হঠাৎ কেন ২০১৫ সালে এই ভোলবদল। প্রশ্ন তুলেছিল ভক্তরা। কাজলের নতুন রূপ দেখে অবাক হয়েছিল ভক্তমহল। শ্যামবর্ণা কাজল এভাবে ফর্সা হলেন কীকরে। গায়ের রঙে বদল ঘটতেই কটাক্ষের শিকার হয়েছিলেন তনুজা-কন্যা।