'ওয়ান-নাইট স্ট্যান্ড থেকে লিভ-ইন' ,১৪ বার মিসক্যারেজ, এক সিদ্ধান্তই বদলে দিয়েছিল কাশ্মিরার জীবন

'ওয়ান-নাইট স্ট্যান্ড' দিয়েই নিজের প্রেম শুরু করেছিলেন অভিনেতা কৃষ্ণা। অভিনেত্রী কাশ্মিরার সঙ্গে দীর্ঘদিন ডেটিং এর পর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন কৃষ্ণা। অবশেষে ২০১৩ সালে বান্ধবীকে বিয়ে করেছিলেন। বিয়ের পর গর্ভবতী হওয়ার ক্ষেত্রে ১৪ বার ব্যর্থ হয়েছিলেন কাশ্মিরা-অভিষেক, কিন্তু বলিউডের ভাইজানের কথাতেই বদলে গিয়েছিল জীবন।
 

Riya Das | Published : Aug 20, 2021 2:29 AM IST
110
'ওয়ান-নাইট স্ট্যান্ড থেকে লিভ-ইন' ,১৪ বার মিসক্যারেজ, এক সিদ্ধান্তই বদলে দিয়েছিল কাশ্মিরার জীবন
বলি অভিনেতা গোবিন্দ-র ভাগ্নে কৃষ্ণা অভিষেক নিজের ব্যক্তিগত জীবন শুরু করেছিলেন 'ওয়ান-নাইট স্ট্যান্ড' দিয়েই। তবে রিল লাইফের মতো রিয়েল লাইফও তার বেশ আড়ম্বরপূর্ণ।
210
সাক্ষাৎকারে কাশ্মিরা জানিয়েছিলেন, তার প্রেমের গল্প অনেকের থেকেই আলাদ। কৃষ্ণার সঙ্গে এক রাতের সঙ্গম করার পরই তার প্রেমে পড়েছিলেন কাশ্মিরা।
310
অভিনেত্রী কাশ্মিরার সঙ্গে দীর্ঘদিন ডেটিং তারপর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন কৃষ্ণা। অবশেষে ২০১৩ সালে বান্ধবীকে বিয়ে করেছিলেন।
410
এই বিয়ের পিছনেও রয়েছে এক মজার গল্প। ২৩ শে জুলাই কৃষ্ণা বিয়ের প্রস্তাব দিয়েছিল কাশ্মিরাকে, আর তারপরের দিন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কৃষ্ণা-কাশ্মিরা।
510
কাশ্মিরা জানিয়েছেন, বিয়ের পরই গর্ভবতী হওয়ার ক্ষেত্রে ১৪ বার ব্যর্থ হয়েছিলেন কাশ্মিরা-অভিষেক। তারপরই সলমন খানের বুদ্ধিতেই বদলে গিয়েছিল তার জীবন।
610
২০১৭ সালে আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে দুটি যমজ ছেলের জন্ম দিয়েছেন কাশ্মিরা। অভিনেত্রী আরও জানিয়েছেন, সলমন খানই তাদের সারোগেসির পরামর্শ দিয়েছিলেন। সুপারস্টার হওয়ার আগে তাদের পরিবারেরই একজন ছিলেন সলমন।
710
একটি ছবির সেটেই প্রথম দেখা হয়েছিল কৃষ্ণার সঙ্গে জানিয়েছেন কাশ্মিরা। তারপর থেকেই ধীরে ধীরে সম্পর্ক এগোতে থাকে কৃষ্ণা এবং কাশ্মিরার।
810
একটি সাক্ষাৎকারে কৃষ্ণাকে ওয়ান-নাইট স্ট্যান্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কৃষ্ণা বলেছিলেন, 'আমাদের ভালবাসা ভ্যানিটি ভ্যানে শুরু হয়েছিল। অনেকটা রাত হয়ে গিয়েছিল। দুজনেই ভ্যানে বসা। হঠাৎই আলো চলে গেল। তখন কী করব এই প্রশ্ন করেছিলাম কাশ্মিরাকে, তার উত্তরে কাশ্মিরা জানিয়েছিল কেন কিছু করতে হবে। ব্যস এইভাবেই একে অপরের সঙ্গে এক রাতের সঙ্গম লিপ্ত হয়েছিলাম।'
910
ওয়ান-নাইট স্ট্যান্ড -এর পর থেকেই দুজনেই সম্পর্ক নিয়ে আরও বেশি সিরিয়াস হয়ে উঠেছিল। তবে ২০১৩ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বি-টাউনে জল্পনা বাড়ছিল।
1010
২০১৭ সালে কাশ্মিরা ও কৃষ্ণা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। দুই বাচ্চার জন্মই সারোগেসির মাধ্যমে দিয়েছেন এই তারকা।
Share this Photo Gallery
click me!

Latest Videos