গোপনে প্রেম, মাধুরীকে বিয়ে করতে চেয়েছিলেন ক্রিকেটর অজয় জাদেজা, কী কারণে পিছিয়ে গেলেন মাধুরী

Published : Nov 03, 2020, 12:37 PM ISTUpdated : Nov 03, 2020, 12:38 PM IST

মাধুরী দীক্ষিত, এক কথায় বলতে গেলে ৮০ দশক থেকেই পর্দায় ঝড় তুলেছিলেন তিনি। জীবনে একের পর এক সুপারস্টারেরা উঁকি মেরেছে। সামনে এসেছে হাজার হাজার বিবাহের প্রস্তাব। তবে তৎকালিন ক্রিকেটর অজয় জাদেজার সঙ্গে প্রেম পর্ব বিয়ের দরজা পর্যন্ত গড়িয়েছিল... 

PREV
19
গোপনে প্রেম, মাধুরীকে বিয়ে করতে চেয়েছিলেন ক্রিকেটর অজয় জাদেজা, কী কারণে পিছিয়ে গেলেন মাধুরী

সঞ্জয় দত্ত থেকে শুরু করে জ্যাকি শ্রফ, একাধিক সুপারস্টার মাধুরীর জীবনে রঙিন বসন্ত এনেছিলেন। তবে সেই তালিকাতে নাম ছিল ভারতীয় ক্রিকেটর অজয় জাদেজারও। 

29

একসময় এই জুটির প্রেম কাহিনি ভাইরাল হয়ে উঠেছিল নেট দুনিয়ায়। ভক্তদের মুখে মুখে ফিরত তাঁদের বিয়ের খবর। 

39

তবে কেন সেই সম্পর্কে বিচ্ছেদ দেখা দিল! কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম! ফিল্মফেয়ারের একটা শ্যুট থেকে শুরু।

49

সেখানেই এক সঙ্গে পোজ দিয়েছিলেন দুই তারকা। সেই হট ফোটো শ্যুটেই প্রথম কাছাকাছি আসা। সেখান থেকেই পথ চলা শুরু। 

59

এরপর জল্পনা শুরু তাঁরা একে অন্যকে ডেটিং করছেন। কিন্তু অজয় ছিলেন নবাব পরিবারের ছেলে। কিন্তু মাধুরী মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই জাদেজার বাড়ি থেকে ছিল সাফ না। 

69

উল্টো দিকে মাধুরীরও চোখে পড়ে, কয়েকদিনের মধ্য়েই জাদেজার পার্ফমেন্স নষ্ট হতে থাকে। ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করেন তিনি। 

79

এতেও কিছুটা পিছু হটেছিল মাধুরীর পরিবার। তবে শেষ বাজি মেরেছিল ম্যাচফিক্সিং। জাদেজার নাম জড়িয়ে যায় ফিক্সিং-এ। 

89

এরপরই বেঁকে বসে মাধুরীর পরিবার। বিয়ে তো দূরের কথা, দুজনের মধ্যেই তৈরি হয় বিস্তর দূরত্ব। শুরু হয় নয়া জল্পনা।

99

এই নিয়ে মাধুরীকে প্রশ্ন করলে মেলে সাফ উত্তর, তিনি নাকি কোনও সম্পর্কেই ছিলেন না। সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করলেন তিনি।  

click me!

Recommended Stories