ক্রমশ বেরিয়ে আসছে গোপনাঙ্গ, হাই-থাই স্লিটে সাংঘাতিক ঝুঁকি নেন প্রিয়ঙ্কা

Published : Sep 02, 2020, 02:04 PM ISTUpdated : Sep 02, 2020, 02:34 PM IST

হলিউডের প্রিয়ঙ্কা চোপড়া এবং বলিউডের প্রিয়ঙ্কা চোপড়ার মধ্যে যেন আকাশ পাতাল তফাত। বলিউডে থাকাকালীন তাঁর ফ্যাশন সেন্স ছিল ভিন্ন ধরণের। হলিউডে পদার্পণের পর থেকেই তাঁর ফ্যাশনে এসেছে ভিন্নতা। বিভিন্ন ধরণের মেকআপ, ফ্যাশন, পোশাক, সবেতেই এসেছে নতুন ছোঁয়া। গত বছর জোনাস ব্রাদার্সের ডক্যুমেন্টারি 'চেজিং হ্যাপিনেস'-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিলেন বর নিক জোনাসও। 

PREV
18
ক্রমশ বেরিয়ে আসছে গোপনাঙ্গ, হাই-থাই স্লিটে সাংঘাতিক ঝুঁকি নেন প্রিয়ঙ্কা

এই বিশেষ প্রিমিয়ারে প্রিয়ঙ্কার পোশাকে চোখ কপালে উঠেছিল নেটিজেনের। 
 

28

কালো রঙের বডিকন গাউন। ফুলহাতা পোশাক, খোলা চুল, স্মোকি মেকআপে ধরা দেন প্রিয়ঙ্কা। 

38

কার্পেটে হেঁটে চোখ কপালে তুললেন সকলের। তবে যা সবচেয়ে বেশি নজর কাড়ল তা হল তাঁর হাই-থাই স্লিট। 

48

কার্পেটে হেঁটে চোখ কপালে তুললেন সকলের। তবে যা সবচেয়ে বেশি নজর কাড়ল তা হল তাঁর হাই-থাই স্লিট। 

58

বেরিয়ে আসছে নিতম্বের একাংশ। গোপনাঙ্গে চোখ যাচ্ছে সকলের। কোনও কারণে ওয়ারড্রোব ম্যালফাংশন হলেই সাংঘাতিক অঘটন ঘটতে এক মিনিটও সময় লাগবে না। 
 

68

বাঁ দিকে উরুর দিকে একটি নেটের ডিজাইনও কার। তাতে অবশ্য কিছু লাভ হয়নি। 

78

বাঁ দিকে উরুর দিকে একটি নেটের ডিজাইনও কার। তাতে অবশ্য কিছু লাভ হয়নি। 

88

বাঁ দিকে উরুর দিকে একটি নেটের ডিজাইনও কার। তাতে অবশ্য কিছু লাভ হয়নি। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories