সঞ্জয়লীলার অফিস থেকে ব্যাগ নিয়ে ছুটে পালিয়েছিলেন আলিয়া, কারণ খোলসা করলেন পরিচালক

Published : Feb 19, 2022, 04:17 PM ISTUpdated : Feb 19, 2022, 04:26 PM IST

বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত রয়েছে গোটা টিম। সামনেই ছবির মুক্তি, দিন রাত গোটা টিমের ব্যস্ততা এখন তুঙ্গে, গাঙ্গুবাঈ কাথিওয়াডি ছবির মুক্তির আগে তাই একাধিক সাংবাদিক বৈঠকে খোলামেলা আলোচনায় আলিয়া ভাট। আর সেখানেই নানান প্রসঙ্গে মধ্যে উঠে এলো প্রথম ধাপে ছবি শুরুর গল্প। কীভাবে গাঙ্গু হয়ে উঠলেন আলিয়া। সেই গল্প শেয়ার করতে এবার এক মজার কাহিনি শোনালেন পরিচালক সঞ্জয়লীলা বনসালি। 

PREV
19
সঞ্জয়লীলার অফিস থেকে ব্যাগ নিয়ে ছুটে পালিয়েছিলেন আলিয়া, কারণ খোলসা করলেন পরিচালক

গাঙ্গুবাঈ কাথিওয়াডি (Gangubai Kathiawadi Promotion) ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে। তারই মাঝে একের পর এক গানের তালে বুঁদ নেটপাড়া। চলতি সপ্তাহতেই মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির আরও এক গান। ট্রেলারের পর আবারও আলিয়াকে ঘিরে উত্তেজনা গান মুক্তিতে, ঝড়ের বেগে ভাইরাল তা নেট দুনিয়ায়।

29

সম্প্রতি প্রচারমুখী গোটা টিম একের পর এক ছবি প্রসঙ্গে মুখ খুলছেন প্রকাশ্যে, যেখান ছবি ঘিরে একাধিক রহস্য আসছে সামনে। ছবির গান মুক্তি পাওয়া মাত্রই এক কথায় সুপারহিট, বর্তমানে এই গানের চর্চা তুঙ্গে নেট পাড়ায়, পরিচালক সঞ্জয়লীলা বনসালির (Sanjay Leela Bhansali) কথায়, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালরাই এই ছবির গানকে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছেন। 

39

সদ্য মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির ট্রেলার (Gangubai Kathiawadi Promotion)। সেখানেই নিজেকে নতুনভাবে প্রমাণ করে ভাইরাল আলিয়া ভাট (Alia Bhatt) । দিনভর নেট দুনিয়ায় ট্রেন্ড হতে থাকা আলিয়ার লুক থেকে শুরু করে অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। এই ছবিতেই করিম লালার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।

49

ছবির ট্রেলারে আলিয়ার অভিনয় দেখে এক কথায় সকলেই হতবাক, এ কোন লুকে ধরা দিলেন আলিয়া, সঞ্জয়লীলা বনসালির কথায়, প্রথমে আলিয়াকে নেওয়া হয়েছিল ইসাল্লাহ ছবির জন্য, কিন্তু সলমন খানের সঙ্গে ছবির চিত্রনাট্য নিয়ে বিবাদ হওয়ার কারণে সেই ছবির কাজ হয়ে যায় স্থগিত, এরপরই গাঙ্গুবাঈ-এর বায়োপিকে হাত দেন তিনি। 

59

সেই মতই আলিয়া ভাটকে ডেকে পাঠানো হয়, পুরো স্ক্রিপ্টটা তাঁকে শোনানো হয়, সম্পূর্ণ স্ক্রিপ্টটি শোনার পর আলিয়া নিজের ব্যাগটি নিয়ে সোজা বনসালির অফিস থেকে, তখনই সঞ্জয়লীলা বুঝে ছিলেন এই ছবি করবে না আলিয়া, তিনি তাঁর সেক্রেটারিকে জানান অন্য কাউকে খুঁজতে থাকো, কিন্তু মনে প্রাণে চেয়েছিলেন যে ছবিতে কাজ আলিয়াই করুক।  

69

ছবির ট্রেলার লঞ্চে তাই সকলেই চরিত্রের সঙ্গে তাল মিলিয়েই সাবেকি লুকে ধরা দিলেন, বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত রয়েছে গোটা টিম। সামনেই ছবির মুক্তি, দিন রাত গোটা টিমের ব্যস্ততা এখন তুঙ্গে, তারই মাঝে ছবি ঘিরে ভক্কদের খিদে বাড়িয়ে দিলেন আলিয়া, ছবির নয়া গানে। দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi)  নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। 

79

২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি, তারই আগে বার্লিন সফরে টিম। আন্তর্জাতিক বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেই হবে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির প্রিমিয়ার। সেই উপলক্ষেই বার্লিনে হাজির আলিয়া ভাট। সেখান থেকেই শেয়ার করলেন ছবি, মুহূর্তে যা নেটদুনিয়ায় ঝড় তুলল। এক কথায় বলতে গেলে বার্লিন কুইন। সাদা গাউনে সকলকে তাল লাগিয়ে পরিণত আলিয়া, তবে এবার আর গাঙ্গু লুকে নয়, স্টানিং লুকে সকলকে তাক লাগালেন আলিয়া। 

89

বার্লিনে (Berlin) নয়া লুকে ধরা দিলেন আলিয়া ভাট, হালকা রঙের সাদা অফ হোয়াইট পোশাকের রঙেই আগামী ছবি গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির প্রচারে আলিয়া ভাট। এবার লক্ষ্যে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Berline International Filmfestival 2022) । সেখানেই হবে ছবির প্রিমিয়ার। আগামী সপ্তাহতেই মুক্তি পাবে বহু প্রতিক্ষীত এই ছবি।

99

সকলেই চরিত্রের সঙ্গে তাল মিলিয়েই সাবেকি লুকে ধরা দিচ্ছেন, বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত রয়েছে গোটা টিম। সামনেই ছবির মুক্তি, দিন রাত গোটা টিমের ব্যস্ততা এখন তুঙ্গে, ইতিমধ্যেই একাধিকবার প্রচারে এসে গাঙ্গু লুকে ধরা দিয়েছেন আলিয়া ভাট। এবার বার্লিন সফর থেকেও তার ব্যতিক্রম হল না। 

click me!

Recommended Stories