দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে ঈশান ও অনন্যার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। সময় পেলেই কোয়ালিটি টাইম কাটাতে একে অপরের সঙ্গে মলদ্বীপ থেকে রনথম্বোরে উড়ে যাওয়াও কারোর অজানা নয়, ডিনার ডেট থেকে ফ্যামিলি বার্থ ডে সেলিব্রেশনেও নজর কেড়েছে ঈশান ও অনন্যা (Ananya Panday- Ishaan Khatter Break up)। তবে হঠাৎ কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বলিউডের চর্চিত কাপল, জল্পনা তুঙ্গে।