গোপনে চলতে উদ্দাম সহবাস, ৩ বছর মিলনের পরও কেন ব্রেক আপের সিদ্ধান্ত নিলেন ঈশান-অনন্যা

বলিউডের প্রেম এবং বিচ্ছেদ দুটোই যেন সমানে সমানে চলে। এবার টিকল না দুই স্টারকিডের দীর্ঘ তিন বছরের সম্পর্ক। এতক্ষণে সকলেই জেনে গেছে বলি অভিনেত্রী অনন্যা পান্ডে এবং ঈশান খট্টরের ব্রেক আপের খবর। বি-টাউনে বিচ্ছেদের খবর নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। নিজেদের প্রেমের কথা কোনওদিন প্রকাশ্যে আনেননি ঈশান ও অনন্যা। তবে বি-টাউনের ওপেন সিক্রেট ছিল এই দুই স্টারকিডের মাখোমাখো রসায়ন। সময় পেলেই কোয়ালিটি টাইম কাটাতে একে অপরের সঙ্গে মলদ্বীপ থেকে রনথম্বোরে উড়ে যাওয়াও কারোর অজানা নয়,  ডিনার ডেট থেকে ফ্যামিলি বার্থ ডে সেলিব্রেশনেও নজর কেড়েছে ঈশান ও অনন্যা। তাহলে হঠাৎ কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বলিউডের চর্চিত কাপল, জল্পনা তুঙ্গে।
 

Riya Das | Published : Apr 5, 2022 11:41 AM / Updated: Apr 05 2022, 11:43 AM IST
19
গোপনে চলতে উদ্দাম সহবাস, ৩ বছর মিলনের পরও কেন ব্রেক আপের সিদ্ধান্ত নিলেন ঈশান-অনন্যা

'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে-র (Ananya Panday- Ishaan Khatter Break up)। স্টারকিড তকমা ঝেড়ে ফেলে তিনি এখন লাস্যময়ী। গা গরম করা ফোটোশ্যুটে সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন অনন্যা পান্ডে। এবার বিচ্ছেদের খবর লাইমলাইটে উঠে এলেন অভিনেত্রী। 

29

বি-টাউনে অনন্যা পান্ডে এবং ঈশান খট্টরের  বিচ্ছেদের খবর নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। নিজেদের প্রেমের কথা কোনওদিন প্রকাশ্যে আনেননি ঈশান ও অনন্যা (Ananya Panday- Ishaan Khatter Break up) । তবে বি-টাউনের ওপেন সিক্রেট ছিল এই দুই স্টারকিডের মাখোমাখো রসায়ন। 
 

39

'খালি পিলি' ছবির সেটেই জমে উঠেছিল বন্ধুত্ব। এককথায় বলতে গেল সেখান থেকেই সম্পর্কের শুরু। তবে প্রেম নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেছিলেন বলিউডের দুই স্টারকিড (Ananya Panday- Ishaan Khatter Break up)। কিন্তু আচমকা কী এমন হল যে একেবারে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বলিপাড়ার দুই তারকা।

49

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, প্রেমের সম্পর্কে ইতি টানবার সিদ্ধান্ত দুজনে মিলেই নিয়েছেন। তবে কোনওরকম তিক্ততা নয় বরং সম্পর্ক ভাঙার পরেও তাদের বন্ধুত্ব একইরকম বজায় থাকবে, তেমনটাই চান ঈশান ও অনন্যা (Ananya Panday- Ishaan Khatter Break up) । সুযোগ পেলে একসঙ্গে সিনেমায় অভিনয় করতেও আপত্তি নেই দুই তারকার।

59

কিছুদিন আগেই শাহিদের  জন্মদিনটা শুরু হয়েছিল ভাই ঈশান খট্টরের বাড়িতে ঘরোয়া সেলিব্রেশনের মধ্য দিয়ে। যেখানে মেয়ে মিশা ও ছেলে জেইনকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন শাহিদ ও মীরা   ।  শাহিদের জন্মদিনের ফ্যামিলি পার্টিতেও দেখা গেছিল  ঈশানের চর্চিত গার্লফ্রেন্ড অনন্যা পান্ডেকেও। তারপরেও বিচ্ছেদের খবরে মন ভেঙেছে ভক্তদের (Ananya Panday- Ishaan Khatter Break up)।

69

দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে ঈশান ও অনন্যার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। সময় পেলেই কোয়ালিটি টাইম কাটাতে একে অপরের সঙ্গে মলদ্বীপ থেকে রনথম্বোরে উড়ে যাওয়াও কারোর অজানা নয়,  ডিনার ডেট থেকে ফ্যামিলি বার্থ ডে সেলিব্রেশনেও নজর কেড়েছে ঈশান ও অনন্যা  (Ananya Panday- Ishaan Khatter Break up)। তবে হঠাৎ কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বলিউডের চর্চিত কাপল, জল্পনা তুঙ্গে।

79

সূত্র থেকে আরও জানা গেছে, কয়েক মাস ধরেই ঈশান ও অনন্যা উপলব্ধি করেছেন তাদের দুজনের দৃষ্টিভঙ্গি এক নয়,  তাই আজীবন একসঙ্গে কাটানো তাদের পক্ষে মোটেই সম্ভব নয়। সেই কারণে প্রেমিক প্রেমিকা হিসেবে তারা সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চান না (Ananya Panday- Ishaan Khatter Break up)। 
 

89

বছর শেষে  নিউ ইয়ার সেলিব্রেশনে মুম্বইয়ের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলো প্রেমিকের সঙ্গে উড়ে গিয়েছিলেন অনন্যা পান্ডে  (Ananya Panday- Ishaan Khatter Break up)।  বলিপাড়ার চর্চিত প্রেমিক ঈশানের সঙ্গে রণথম্বোরে ছুটি কাটিয়েছেন অনন্যা পান্ডে। অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জনে এবার ইতি টানলেন নিজেরাই। তবে দীর্ঘ ৩ বছরে সহবাস-রোম্যান্স ভুলে থাকতে পারবেন তো ঈশান-অনন্যা, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
 

99

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে বেশ কিছু ছবির কাজও  রয়েছে অনন্যার (Ananya Panday- Ishaan Khatter Break up) হাতে। যেমন জোয়া আখতার পরিচালিত, 'খো গায়ে হাম কাহা' -ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনন্যাকে। অন্যদিকে বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেই অভিনয় করছেন অনন্যা। ইতিমধ্যেই সুপারস্টার বিজয়ের সঙ্গে ছবিতে কাজ করছেন অনন্যা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos