দীর্ঘদিন ধরে পর্দায় নেই অনুষ্কা শর্মা (Anushka Sharma) , একের পর এক বছর পার, ঝুলন গোস্বামী (Jhulam Goswami) ছবির খবর নেট পাড়ায় ছড়িয়ে পড়লেও কবে তার মুক্তি, শ্যুটিং কতদূর কোনও আভাসই মিলছিল না ভক্তমহলের কাছে। অবশেষে নতুন বছর সুখবর শোনালেন খোদ অনুষ্কা শর্মা (Anushka Sharma), দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তিনি।