২০১৯ সাল, বলিউডে নেপোটিজম নিয়ে একাধিকবার বিতর্কের ঝড় উঠেছিল, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বিটাউনের অন্দরমহলের একাধিক গোপন তথ্য তুলে এনেছিল সামনে, যার মধ্যে অন্যতম হল স্বজন পোষণ। আর অভিযোগের তীর সবার আগে গিয়েছিল করণ জোহারের দিকে। সেই প্রসঙ্গ কয়েকমাসের মধ্যেই থিতিয়ে যায়, তবে মেলেনি রেহাই নেটদুনিয়ার হাত থেকে। কয়েকদিনের মধ্যেই কার্তিকের সঙ্গে বিবাদ বিতর্কের তুঙ্গে তুলে এনেছিল আবারও সেই করণকেই। ঠিক কী ঘটেছিল, যার জন্য কার্তিককে বাদ পড়তে হয় করণ গ্যাং থেকে।