শেষমেষ ২০১৭ সালে ২৮ জুলাই হার্ট অ্যাটাকে মারা যায় ইন্দ্র কুমার। তারপরে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো। যেখানে এক হাতে সুরার গ্লাস নিয়ে বলছেন, তিনি আত্মহত্যা করতে চান। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে।বিতর্ক থামাতে পল্লবী জানান, ওই ভিডিও ইন্দ্র কুমারের একটি ছবির দৃশ্য। যা প্রযোজনা সংস্থার গাফিলতিতে বাইরে ছড়িয়ে পড়েছে। ছবির নাম ‘ফাটি পড়ি হ্যায় ইয়ার’। তাঁর মৃত্যুর ২ বছর পরে মুক্তি পায় ছবিটি।কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে যত বার এগোতে চেয়েছেন অতীতই শেষ করে দিয়েছে অভিনেতার জীবনকে।