প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপ্টার ২ ছবিটির মুক্তির দিন স্থির হয়েছে চলতি বছরের ১৪ এপ্রিল। হম্বলে ফিল্মস প্রযোজিত এই সিক্যোয়েল ছবি জুড়ে থাকছে বিস্তর চমক। ট্রেলার জানান দিচ্ছে, ভরপুর অ্যাকশন, আকর্ষণীয় চিত্রনাট্য নিয়ে আসছে কেজিএফ চ্যাপ্টার ২। এবার গল্পে থাকছে রাজনীতির ছোঁয়া, এমনই বোঝা যাচ্ছে কয়েক মিনিটের ট্রেলারে।