আর মাত্র কয়েকদিন, তারপরেই শেষ হতে চলেছে ২০২০ সাল। যদিও সকলেই এর অপেক্ষা। প্রতি বছরের সঙ্গে সকলের কত স্মৃতি জড়িয়ে থাকে, বছর শেষ মানেই একরাশ দুঃখ-যন্ত্রণা। কিন্তু এই বছরটা যেন অন্যান্য বছরের ব্যতিক্রম। ভালর থেকে খারাপই বেশি এই বছরটাই। কবে শেষ হবে এই খারাপ বছরটা তারই দিন গোনার পালা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও। ২০২০ সালে গোটা বছরটাও সকলেই নিজের প্রিয় তারকাদের খবর জানতে সার্চ করেছে গুগলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০২০ সালে টপ মোস্ট সার্চ সেলিব্রিটির তালিকা, দেখে নিন একনজরে।
কিম জং উন- ২০২০ সালের গুগল সার্চে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিং জং উন চতুর্থ স্থানে রয়েছেন।
510
অমিতাভ বচ্চন- গুগল সার্চে পঞ্চম স্থানে রয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। জয়া বচ্চন বাদে পুরো পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় লাইমলাইটে এসেছিলেন অমিতাভ বচ্চন। বর্তমানে কেবিসি-তে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে।
610
রশিদ খান-আফগান ক্রিকেটার রশিদ খান নিজের বোলিংয়ের দক্ষতায় বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। অনুষ্কা শর্মার সঙ্গেও তার নাম জড়িয়ছিল, যা শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। গুগল সার্চে ষষ্ঠ স্থানে রয়েছেন রশিদ খান।
710
রিয়া চক্রবর্তী- সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী গুগল সার্চে সপ্তম স্থানে রয়েছেন। সুশান্ত আত্মহত্যার মামলায় প্রধান আসামী হিসেবে যিনি এখনও খবরের শিরোনামে।
810
কমলা হ্যারিস-আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২০ সালের গুগল সার্চে অষ্টম স্থানে রয়েছেন ।
910
অঙ্কিতা লোখান্ডে- সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে গুগল সার্চে নবম স্থানে রয়েছেন। সুশান্তের মামলায় যিনি ন্যায়বিচারের সওয়াল করেছিলেন।
1010
কঙ্গনা রানাওয়াত- বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত গুগল সার্চে দশম স্থানে রয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গর্জে উঠেছিলেন তিনি।