ভারতীয় সংস্কৃতিতে (Indian Culture) জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয় দীপাবলি বা দিওয়ালির (Diwali) হাত ধরে। আলোর উৎসব দীপাবলিতে ঘরের প্রতিটি কোনে ছড়িয়ে পরে আলোর রোশনাই। সব অন্ধকার ঘুচে গিয়ে শুরু হয় নতুনভাবে পথ চলা। আজও দীপাবলির মরশুমে সকলের সঙ্গে ভাব বিনিময় থেকে শুরু করে মিষ্টি মুখ করানোর রেওয়াজ কম বেশি প্রতিটি পরিবারেই চোখে পরে। বিশেষ করে উৎসবের এই শুভক্ষণে বিভিন্ন সংস্থা গুলোর তরফেও প্রতিটি কর্মচারীকে দেওয়া হয় আকর্ষণীয় উপহার, সেই সঙ্গে মুখ মিষ্টি মাস্ট। কোনও কোনও জায়গায় আবার দেওয়া হয় দিওয়ালি বোনাসও। বাঙালি-অবাঙালি নির্বিশেষে আলোর উৎসব দীপাবলি হোক বা দিওয়ালি গা ভাসায় আনন্দের জোয়ারে। উৎসবের মরশুমকে হাতিয়ারকে করে ব্যবসায়িক লাভের ময়দানে নামে বিভিন্ন বিভাগ, তা সে অনলাইন শপিং অ্যাপ হোক বা ব্যাঙ্কং সেক্টর। আপনিও দিওয়ালিতে হয়ে উঠতে পারেন একজন লাভবান ব্যবসায়ী। কিন্তু প্রশ্ন হল কেমন করে, তাই তো...তাহলে এক নজরে দেখে নিন দিওয়ালিতে কি কি ধরনের ব্যবসায় (which Type Of business) আপনি হাতেখড়ি দিতে পারেন।