উৎসব মানেই চাই মুচমুচে মুখোরোচক স্ন্যাক্স। উৎসবের মরশুমে খাই-খাই বাই আট থেকে আশি সকলের সমান। আজকাল তো হোমমেড ফুডের(Homemade food) চাহিদা একেবারে তুঙ্গে। হোমমেড চকলেট, কেক, কুকিস সহ নানান রকমের খাবারের পসরা সাজিয়ে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেন বিক্রেতারা। শুধু তাই নয়, কবিরাজি থেকে কাটলেট, স্যান্ডউইচ থেকে বার্গার সব ধরনের হোমমেড স্ন্যাক্স আইটেম একেবারে সুপারহিট। আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে আর রন্ধন শিল্পে নিপুনা হন তাহলে এই দিওয়ালিতে শুরু করে ফেলুন হোমমেড ফুডের নিজস্ব ব্যবসা।