দেবীপক্ষের শুরুতে কোথায় ঠেকল সোনার দাম, জেনে নিন লক্ষ্মীবারের হাল হকিকত

Published : Sep 17, 2020, 12:16 PM ISTUpdated : Sep 17, 2020, 01:00 PM IST

আজ মহালয়া, দেবীপক্ষের শুরু।  যত সময় বাড়ছে ততই যেন সোনার দর বাড়ছে।  মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। লক্ষ্মীবারের শুরুতেই সোনার দাম বাড়ল না কমল । এবং আগামী দিনে কোথায় পৌঁছবে সোনার দাম। জেনে নিন বাজারের হাল হকিকত।  

PREV
18
দেবীপক্ষের শুরুতে কোথায় ঠেকল সোনার দাম,  জেনে নিন লক্ষ্মীবারের হাল হকিকত

করোনা সঙ্কট পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। লকডাউনে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে। 

28

দেবীপক্ষের শুরুতে মহালয়ার দিনে ফের একধাক্কায় বাড়লে সোনার দাম। 

38

৬০ হাজারের গন্ডি থেকে প্রায় ৫০ হাজারের নিচে চলে এসেছিল সোনার দাম। ফের দাম বাড়ল সোনার।

48

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৫০, ৯১০ টাকা।

58

 ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,৬১০ টাকা। 

68

সোনার পাশাপাশি রূপোার দামও আগের তুলনায় অনেকটাই বেড়েছে ।এমসিএক্স ফিচারে ১ কেজি রূপোার দাম দাঁড়িয়েছে ৬৯,০১০ টাকা। যা অনেকটাই বেড়েছে।

78

তবে এটাই কি মোক্ষম সময় সোনা কেনার। বিশেষজ্ঞরা মনে করছেন,আগামী দিনেও সোনার দাম আরও কমবে।

88

 সোনার গয়না কিনতে গেলে টান পড়বে পকেটে। কারণ একটাই গয়নার দোকানে সোনার দাম আরও একটু বেশি থাকে। শুধু তাই নয়, গয়নার মজুরি ও জিএসটিও যুক্ত থাকে তাতে।

click me!

Recommended Stories