গ্রাহকদের জন্য ফের সুখবর নিয়ে হাজির জিও। জিও মানেই বাম্পার অফার। লকডাউনে একের পর এক তাক লাগানো অফার নিয়ে হাজির জিও। রিচার্জ থেকে শুরু করে ডেটা পরিষেবা সবেতেই ধুন্ধুমার জিওর। এই মুহূর্তে করোনা আতঙ্কে গৃহবন্দি হয়েছেন গোটা বিশ্বের মানুষ। বাড়ি থেকেই অফিসের কাজ সামলাচ্ছেন গ্রাহকদের একাংশ। আর যার কারণেই এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন ডেটা ও কলের সুবিধা। তাদের কথা মাথায় রেখেই জিও নিয়ে এসেছে বিনামূল্যে একবছরের মেম্বারশিপ প্ল্যান। জেনে নিন জিওর আকর্ষণীয় অফারটি।
বর্তমানে জিও ফাইবারের কোনও গ্রাহক যদি সিলভার বা ব্রোঞ্জ প্ল্যান ব্যবহার করে থাকেন তাহলে তিনি যদি গোল্ড প্ল্যান বা অন্য কোনও আপগ্রেডেড প্ল্যান রিচার্জ করেন তাহলে বিনামূল্যেই এক বছরেই জন্য পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ।
99
করোনা আতঙ্কে বাইরে না বেরিয়ে ঘরে বসেই বিনামূল্যে নিয়ে নিন জিও এর সুবিধা।