মাসের শুরুতেই একধাক্কায় দাম পড়ল সোনার, পাল্লা দিয়ে কমছে রূপোর দামও

একদিকে দাম কমছে তো অন্যদিক দাম বাড়ছে। লকডাউনে মধ্যে অগ্নিমূল্য বাজারে ফের চমক সোনার দামে। জুন মাসের শুরুতেই একধাক্কায় কমল সোনার দাম। আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনার। একটানা তিন দিন ধরেই ভারতের বাজারে কমছে সোনার দাম।  দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। প্রতি গ্রামে আরও সস্তা হয়েছে সোনার দাম। জেনে নিন আজকের দর।

Riya Das | Published : Jun 2, 2020 9:20 AM IST
110
মাসের শুরুতেই একধাক্কায় দাম পড়ল সোনার, পাল্লা দিয়ে কমছে রূপোর দামও

জুন মাসের শুরুতেই  লাগাতার তিন দিন ধরে কমছে সোনার দাম। পরপর তিনদিন এই দাম কমাতে স্বস্তির হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। 

210

এমসিএক্স সূচক পতনের জেরেই দাম কমেছে সোনার। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,১৩৭ টাকা।
 

310

সোনার পাশাপাশি রূপোর দামও পাল্লাও কমছে।  প্রতি কেজি রূপোর দাম হয়েছে, ৫০,৫০৫ টাকা।

410

গত তিন দিনে দাম বাড়ার কোনও সম্ভাবনা দেখা দেয়নি। দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।

510

বর্তমানে সোনার গয়নার পাশাপাশি সিলভার গয়নারও চাহিদা বেড়েছে। হাল ফ্যাশনে বিভিন্ন রূপোর জিনিসেরও চাহিদা ক্রমশ বাড়ছে।

610

কয়েকদিন আগেই আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম। তবে দামের পতনের কারণে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই লাভবান হচ্ছেন।
 

710


একটানা ৩ দিন ধরেই ক্রেতা , বিক্রেতা সকলের জন্যই খুশির খবর শোনাচ্ছে সোনার বাজার।

810

আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে। বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হবে মধ্যবিওদের। 

910


সোনার দামে পতনের কারণ হিসেবে আমেরিকা-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতি ও আমেরিকায় সাম্প্রতিক বিক্ষোভকেই কাঠগড়ায় তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

1010

সঙ্কট কালে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়ার প্রতিফলন দেখা দিয়েছে বিশ্বের বৃহত্তম এটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos