BIG NEWS, ৪ মাসে সবচেয়ে সস্তা, সপ্তাহের শুরুতেই একধাক্কায় পড়ল সোনার দাম, রুপোতেও পতন

ফের দাম কমল সোনার। তবে শুধু দাম কমাই নয়, ৪ মাসে সবচেয়ে সস্তা হল সোনা। বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। সপ্তাহের শুরুতে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২২ ও ২৪  ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
 

Riya Das | Published : Aug 9, 2021 11:38 AM IST / Updated: Aug 09 2021, 05:09 PM IST

110
BIG NEWS, ৪ মাসে সবচেয়ে সস্তা, সপ্তাহের শুরুতেই একধাক্কায় পড়ল সোনার দাম, রুপোতেও পতন
বেশ কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। তবে সপ্তাহের শুরুতে এতটাই দাম কমেছে যে ৪ মাসে সবচেয়ে সস্তা হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
210
বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। সপ্তাহের শুরুতে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে।
310
বিশ্ব বাজারে কমেছে দর। সেই রেশ ধরেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মালিক থেকে মধ্যবিত্তের।
410
ভারতীয় বাজারে এবার অনেকটাই দাম কমল সোনার। করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে এবার দাম পড়েছ সোনার। এবং চার মাসে সবচেয়ে কম হয়েছে সোনার দাম।
510
গত সপ্তাহ থেকেই ভারতে সোনা ও রূপোর দামে কার্যত ধস নেমেছিল। গত সেশনও ১০ গ্রামের দাম ৯৬০ টাকা পর্যন্ত কমেছিল। যা একমাসে সবচেয়ে কম ছিল।
610
সোমবার থেকেই ভারতে ২০২১-২২ অর্থবর্ষের নয়া কিস্তির গোল্ড বন্ড সাবস্ক্রিপশন শুরু হয়েছে। গোল্ড বন্ডের দাম প্রতি গ্রাম ৪,৭৯০ টাকা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।
710
অনলাইনে গোল্ড বন্ড কিনতে পারবেন। এবং এক গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। যার ফলে গোল্ড বন্ডের দাম দাড়াচ্ছে প্রতি গ্রাম ৪,৭৪০ টাকা।
810


 

910
সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও। ৭০ হাজারের চেয়ে অনেকটাই কমেছে রূপোর দাম।
1010

titan tanishq gst gold gold prices india titan share pr jpg

Share this Photo Gallery
click me!
Recommended Photos