আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে ইমারল্ড কার্ড ব্যাতিত বাকি সমস্ত ক্রেডিট কার্ডের জন্য লেট ফি জারি করেছে। তবে লেটি ফি-র বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আসুন দেখে নেওয়া যাক নতুন নিয়মে কোন কোন ক্ষেত্রে কি রকম লেট ফি বরাদ্দ করা হল।
১. ১০০ টাকার নীচে যদি টাকা বাকি থাকে তাহলে কোনও লেট ফি লাগবে না।
২.যদি বাকি টাকার পরিমান ৫০১ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হয় তাহলে লাগবে ৫০০ টাকা।
৩. যদি বাকি টাকার পরিমান ৫০০১ থেকে ১০০০০ টাকা হয় তাহলে লেট ফি লাগবে ৭৫০ টাকা।
৪. যদি ১০০০১ থেকে ২৫০০০ টাকা বাকি থাকে তাহলে লেট ফি দিতে হবে ৯০০ টাকা।
৫. যদি বাকি টাকার পরিমান ২৫০১১ থেকে ৫০,০০০ টাকা হয় তাহলে লেট ফি বাবদ দিতে হবে ১০০০ টাকা।
৬. আর যদি বাকি টাকার পরিমান ৫০০০০-র বেশী হয় তাহলে ১২০০ টাকা লেট ফাইন দিতে হবে।