সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করা বর্তমান সময়ে ভীষণ জরুরি। বর্তমান এই কঠিন সময়ে যেখানে সেখানে ইনভেস্ট করলেই বিপদ। ইনভেস্ট করার আগে বিশদে জেনে তারপর করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লকডাউনের বাজারে টাকা দ্বিগুন করতে কে না চায়, তাহলে অন্য কোনও দিকে না তাকিয়ে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন। পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে ভাল অপশন। এই স্কিমে টাকাও যেমন সুরক্ষিত থাকবে মিলবে দ্বিগুন রিটার্নও।