ATM-এ লাগবে OTP, জানিয়াতি রুখতে নয়া নিয়ম SBI-এর, টাকা তোলার আগে জেনে নিন নিয়ম

এটিএম থেকে টাকা তোলার সময় জালিয়াতি নয়। ২০১৯-এর শেষে দিকে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল এটিএম জালিয়াতি, যেখানে সব থেকে বেশি বিপদের মুখে পড়েছিলেন এসবিআই-এর গ্রাহকেরাই। তাই এবার গ্রাহকদের সুরক্ষার জন্যের নতুন নিয়ম চালু করল স্টেট ব্যাঙ্ক। 

Jayita Chandra | Published : Sep 18, 2020 8:12 AM IST
18
ATM-এ লাগবে OTP, জানিয়াতি রুখতে নয়া নিয়ম SBI-এর, টাকা তোলার আগে জেনে নিন নিয়ম

ক্রমেই বেড়ে চলেছে এটিএম জালিয়াতি। এবার বড় ধাঁক্কার থেকে রেহাই পেতে নয়া নিয়ম চালু করল স্টেটব্যাঙ্ক। 

28

টাকা তুলতে গেলেই মিলবে ওটিপি। আগে এই ওটিপি সার্ভিস ছিল কেবল রাতের জন্যই। 

38

গ্রাহকদের টাকা যাতে এটিএম থেকে জালিয়াতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে চলতি বছরের শুরুতে এই নিয়ম এনেছিল স্টে ব্যাঙ্ক। 

48

এটিএম থেকে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০,০০০ বা তার বেশি টাকা তুলতে গেলেই ফোনে চলে আসত ওটিপি। 

58

জানুয়ারী মাস থেকে এটি চালু করা হয়েছিল রাতে কারুর অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতি রুখতে। 

68

শুক্রবার সেই নিয়মই ২৪ ঘণ্টার জন্য করা হল। এটিএম থেকে এখন ১০,০০০ বা তার বেশি টাকা তুলতে গেলেই মিলবে দিলভর ওটিপি। 

78

যা না দিলে টাকা তোলা যাবে না। এর ফলে সুরক্ষিত থাকবে গ্রাহকদের সঞ্চয়। 

88

তবে এই সুবিধে বর্তমানে মিলবে কেবল মাত্র স্টেটব্যাঙ্কের এটিএম-এই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos