কেন্দ্রের তরফে জানান হয়েছে, গ্রাম উজালা যোজনার আওতায় ইতিমধ্যেই প্রায় ৫০ লাখের বেশি এলইডি বাল্ব বিতরণ করেছে কেন্দ্র। এই সংখ্যক বাল্ব বিতরণ করে উল্লেখযোগ্য কৃতিত্বও অর্জন করেছে CESL । কেন্দ্রীয় সরকারের এই গ্রাম উজালা যোজনা যে এলাকাগুলোতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেগুলি হল বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলঙ্গানা। এই এলাকাগুলোর বিভিন্ন গ্রামে কেন্দ্রের গ্রাম উজালা যোজনা বাস্তবায়িত করেছে সরকার।