গ্রাহকদের জন্য সস্তার দুই প্ল্যান নিয়ে এসেছে Vi। ৫৯ টাকার প্ল্যানে রয়েছে ২৮ দিনের ভ্যালিডিটি। এছাড়াও গ্রাহকেরা এই প্ল্যানে পাবেন ৩০ মিনিট আন লিমিটেড লোকাল জাতীয় থেকে শুরু করে রোমিং এর সুবিধা। তবে এই প্ল্যানটিতে কল ছাড়া আর কোনও সুবিধা নেই বলে জানানো হয়েছে।