ভারত কি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের অগ্রিম বরাত দিয়েছিল?
প্রথমত, যেসব দেশে নিজেদের মাটিতে টিকা তৈরি হয় না, সেই সব দেশ পুরোপুরি টিকা আমদানির উপর নির্ভরশীল। তাই তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের অগ্রিম বরাত দেওয়েটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ক্ষেত্রে তা নয়। স্পুটনিক ভি-কে অনুমোদন দেওয়ার আগে পর্যন্ত ভারতে ,সম্পূর্ণ দেশীয় টিকা দিয়েই টিকাকরণ চলছিল। দ্বিতীয়ত, মহামারি চলাকালীন অধিকাংশ দেশই ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ করেছে। তাই আগে থেকে বরাত দিয়েও সছিক সময়ে যে কাঙ্খিত পরিমাণ টিকা পাওয়া যাবেই, তার নিশ্চয়তা নেই। কানাডা যেমন, আগে থেকেই ৩৩ কোটি ৮০ লক্ষ ডোজ করোনা টিকার বরাত দিয়েছিল, কিন্তু, ২৪ মে পর্যন্ত তারা মাত্র ২ কোটি ১০ লক্ষ টিকা দিতে পেরেছে। যেখানে একই সময়ে ভারত, আগে থেকে মাত্র ১১ কোটি ৬০ লক্ষ ডোজ টিকা বরাত দিয়ে ১৯ কোটি ৬০ লক্ষ ডোজ টিকা দিয়েছে। তাছাড়া, 'বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উত্পাদক' ভারত করোনা টিকা রফতানি আপাতত নিষিদ্ধ করেছে। তাই কার্যত দেশে উৎপাদিত প্রতি ডোজ করোনা টিকারই বরাত দিয়েছে ভারত সরকার।