কোভিডে মৃত্যু থামেনি বাংলার ৭ জেলায়, শীর্ষে দুই ২৪ পরগণা

Published : Aug 07, 2021, 08:49 AM IST

 কোভিডে দৈনিক সংক্রমণ কিছুটা কমল রাজ্যে। তবে এখনও লাগাম ছাড়া সংক্রমণ উত্তর ২৪ পরগণায়। বাংলার মৃত্যু থামেনি ৭ জেলায়। শুক্রবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন, ৭১৭ এবং মৃত্যু  হয়েছে ৯ জনের।  চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড চিত্র।  

PREV
110
কোভিডে মৃত্যু থামেনি বাংলার ৭ জেলায়, শীর্ষে  দুই ২৪ পরগণা


 কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও রাজ্যে  মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৭ জেলায়। তবে আগের থেকে কমেছে এই সংখ্যাটা।

210

মৃত্যুর লিস্টে সেই  ৭ জেলার শীর্ষে  রয়েছে দুই ২৪ পরগণা। যদিও মৃত্য়ুর অভিশাপ মুক্ত এখনও হতে পারেনি হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া  , দার্জিলিং, কালিংপং । মৃত্যু শূন্য  কলকাতা । 

310

শুক্রবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৯ জন। এর মধ্যে  দুই ২৪ পরগণা ২ জনের মৃত্যু হয়েছে।  

410

শুক্রবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া  , দার্জিলিং, কালিংপং জেলায় ১ করে প্রাণ হারিয়েছেন। শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
 

510

শুক্রবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা  ৫৯ জন থেকে বেড়ে ৭১ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১০,৮৬৬ জন এবং  মোট মৃতের সংখ্যা ৪৯৭৭ জন। 
 

610


 এবারও  রাজ্যের সব জেলার থেকে অনেক বেশি সংখ্যক সংক্রমণ নিয়ে ফের শীর্ষে উত্তর ২৪ পরগণা। তবে একদিনে আক্রান্তের সংখ্যা ১০০ এর নীচে নেমেছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ৮৬ জন। দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা  ৫৪ জন। 

710

আগে একাধিকবার মৃত্যু শূন্য হয়েও ফের মৃত্য়ু কলকাতা এবং উত্তর ২৪ পরগণায়। বিশেষ করে সংক্রমণ নিয়ে একভাবে সবার উপরে থাকায় উত্তর ২৪ পরগণা নিয়ে আশঙ্কা বাড়ছে। চিন্তায় স্বাস্থ্য ভবন।

810


শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭১৭ জন । যা আগের থেকে অনেকটাই বেড়েছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ১০, ৬৪২ জন।

910

তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮৭ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ০৩,৫৩৫জন। 

1010

শুক্রবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার   একদিনে  ৯৮.১২ শতাংশ। 

click me!

Recommended Stories