কোভিডে মৃত্যু শূন্য বাংলার ১৫ জেলা, সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে এবার বাঁকুড়া

Published : Jul 16, 2021, 09:22 AM IST

পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ  কমেছে। একদিনে রাজ্যের ১৫ টি জেলায় কোনও মৃত্যু হয়নি। একদিনের সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি- উত্তর ২৪ পরগণা,  দার্জিলিং এবং বাঁকুড়া। বৃহস্পতিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন,  ৮৯১ জন এবং মৃত্যু হয়েছে ১২  জনের। চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড পরিস্থিতি ছবিতে-ছবিতে।

PREV
17
কোভিডে মৃত্যু শূন্য বাংলার ১৫ জেলা,  সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে এবার বাঁকুড়া

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১২ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা  ৪,৯৫৪।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১ জনের।

27


বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৭৬ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ৩০৯, ৪২৬ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,১৫,৫৯৯ জন।  

37


করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯২ জন। তবে সংক্রমণে  সব জেলাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে উত্তর ২৪ পরগণা । দ্বিতীয় বাঁকুড়া।   একদিনে বাঁকুড়ায় আক্রান্তের সংখ্যা ৮৯ জন। তবে  একদিনে পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ৮৩ জন থেকে কমে ৫৮ জন।  

47

সংক্রমণে এখনও চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং।  করোনার নতুন ঢেউয়ে দার্জিলিং  একদিনে করোনা আক্রান্ত ৮৭ জন। কোভিডে একদিনের আক্রান্তে তৃতীয় স্থানে দার্জিলিং।

57

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত   ৮৯১  জন।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ১৩,৬৩৭ জন।  

67


বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০৮৯ জন।  

77

বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪, ৮৩,৯৯২ জন। সুস্থতার হার  ৯৭.৮৮ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে পেরিয়েছে সেই মে মাসের গন্ডী। বুধবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার  একদিনে  ৯৭.৯১ শতাংশ।

click me!

Recommended Stories