কোভিডে এখনও মৃত্যু কলকাতায়, সামাজিক দূরত্ব শিকেয় তুলে বেলাগাম ভীড় রবিবারের বাজারে

Published : Jul 04, 2021, 09:12 AM IST

 কোভিড সংক্রমণ ফের বেড়েছে কলকাতা সহ রাজ্যে। চিন্তা বাড়াচ্ছে ৩ জেলা। উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং। সুস্থতার হারও দ্রত বৃদ্ধি পাচ্ছে না। এখনও আটকে ৯৭ এর ঘরেই। শনিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৩৯১ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড পরিস্থিতি ছবিতে-ছবিতে।    

PREV
18
কোভিডে এখনও মৃত্যু কলকাতায়, সামাজিক দূরত্ব শিকেয় তুলে বেলাগাম ভীড়  রবিবারের বাজারে

চিন্তা বাড়াচ্ছে  উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং। এখনও কোভিডে মৃত্যু হয়ে চলেছে কলকাতায়। এহেন পরিস্থিতি, সামাজিক দূরত্ব শিকেয় তুলে মাছ কিনতে রবিবারের বাজারে ক্রেতারা।

28
38
48
58
68
78
88

covid 19

click me!

Recommended Stories