গবেষকরা জানিয়েছেন, যে শিশুরা এই অ্যান্টিবডি ধারণ করা বুকের দুধ পান করছে, তাদের দেহে কোভিড-১৯'এর বিরুদ্ধে তাদের নিজস্ব সুরক্ষা কবচ তৈরি করছে কিনা, সেই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন। নিশ্চিত হওয়ার আগে, এই বিষয়ে কোনও সিদ্ধান্তে আসতে চায় না তারা। তাদের পরবর্তী গবেষণার বিষয় হতে চলেছে এটিই। তবে তাঁরা আরও জানিয়েছেন, বিশ্বজুড়ে পরিচালিত আরও অনেকগুলি গবেষণাতেও টিকা পাওয়া মায়েদের বুকের দুধে কোভিডের অ্যান্টিবডি মিলেছে। কাজেই তাঁদের গবেষমা ঠিক পথেই চলেচে, বলে মনে করছেন তাঁরা।