টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে বড় ঘোষণা অস্ট্রেলিয়া ক্রিকেটে। এক দিনের ক্রিকেট (ODI Cricket) থেকে অবসরের সিদ্ধান্ত অধনায়ক নিলেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। তবে টি২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি। ২২ গজের বাইরে ব্যক্তিগত জীবনে ফ্যামিলি ম্য়ান হিসেবেও অনেকেই উদাহরণ দেন অজি অধিনায়কের (Australia Captain)। আজ আপনাদের জীবনে অ্যারন ফিঞ্চের প্রেম কাহিনি ও ব্যক্তিগত জীবন।