অপেক্ষা ছিলই অবশেষে সিপিএল শেষে দলের সঙ্গে যোগ দিলেন কেকেআরের অন্যতম দুই প্রধান অস্ত্র, যাদের কেন্দ্র করে থাকে যাবতীয় আকর্ষণের প্রধান অংশ আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। রাসিল ও নারিন পৌছে যাওয়ায় খুশির আবহ নাইট শিবিরে। তবে এখনই অনুশীলনে যোগ দিতে পারবেন না তারা। কোয়ারেন্টাইনে থেকে করোনা টেস্ট পাস করার পরই অনুশীলনে নামবেন ক্যারেবিয়ান তারকারা।