তবে রিঙ্কুর সঙ্গে জাস বা জাসিমের কিছু চলছে, এমনটা মোটেও ভেবে বসবেন না। এমন কথা রটলেও প্রাণ সংশয় হতে পারে রিঙ্কুর। কারণ এই জাসিম লোরা আর কেউ নন, তিনি রিঙ্কুর কেকেআর-এর সতীর্থ তথা টি২০ ক্রিকেটের অন্যতম লেজেন্ড, আন্দ্রে রাসেলের বউ। আইপিএলে এক দলের হয়ে খেলার ফলে রিঙ্কু সিংয়ের বন্ধু হয়ে ওঠেন জ্যাসিম লোরা।