৪ বছরের অপেক্ষার পর ফের একবার শুরু হতে চলেছে এশিয়া মহাদেশে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা (Asia Cup 2022) । ১৫ তম আসর শুরুর আগে প্রতিযোগিতার ইতিহাসে নান রেকর্ড নিয়ে ক্রিকেট প্রেমিদের জানার কৌতুহল কমন নয়। আজ আপনাদের সামনে তুলে ধরব এশিয়া কাপের ইতহাসে (Asia Cup history)সবথেক বেশি রান সংগ্রাহকের মধ্যে প্রথম ৫ জনের তালিকা (Top 5 Run Scorers Of Asia Cup)। যাদের মধ্যে দুজন ভারতীয়।