২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) -এর আসর। এবারও হট ফেভারিট হিসেবে নামছে প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হওয়া দল টিম ইন্ডিয়া (Team India)। প্রতিযোগিতা শুরুর আগে এশিয়া কাপের নান রেকর্ড নিয়ে ক্রিকেট ফ্যানেদের মধ্যে জানার কৌতুহল কম নয়। আজ আপনাদের জানাবো এশিয়া কাপের ইতিহাসের ভারতীয়দের মধ্যে সবথেক বেশি রান সংগ্রহকারী কারা (Top 5 Run Getters For India In Asia Cup)।