আইপিএলে সঞ্চালিকার ভূমিকায় বিশ্বখ্যাত নেরোলি মেডোজ, উড়তে চলেছে ক্রিকেট প্রেমিদের রাতের ঘুম

আর কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল। টানটান ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। আর আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে গ্ল্যামার ও বিনোদনের মিশেল। তবে এই বছর করোনার কারণে তাতে কিছুটা খামতি পড়ছে।  সেই ঘাটতি কিছুটা মেটাতে আইপিএলের সঞ্চালিকার ভূমিকায় আসছেন বিশ্বখ্যাত স্পোর্টস অ্যাঙ্কার অস্ট্রেলিয়ার নেরোলি মেডোজ। মায়ান্তি ল্যাঙ্গার তো ছিলই, তার সঙ্গে নেরোলি মেডোজ যুক্ত হওয়ার আইপিএল দেখার আনন্দ ও বিনোদন অনেকগু  বাড়বে তা বলার অপেক্ষা রাখেনা।
 

Sudip Paul | Published : Sep 17, 2020 8:12 AM IST

116
আইপিএলে সঞ্চালিকার ভূমিকায় বিশ্বখ্যাত নেরোলি মেডোজ, উড়তে চলেছে ক্রিকেট প্রেমিদের রাতের ঘুম

ভারতীয় ক্রীড়া প্রেমিরা মায়ান্তি ল্য়াঙ্গারকে চেনে না তা হতে পারে না। ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি স্পোর্ট অ্যাঙ্কারিংয়ের জন্য খুবই বিখ্যাত। এবার আইপিএলে তার সঙ্গে যোগ দেবেন নেরোলি মেডোজ। দুই সেরা অ্যাঙ্কার ও তাদের রূপের মাধুর্যে এবারের আইপিএল অন্য মাত্রা পেতে চলেছে।      ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

216

স্পোর্টস অ্যাঙ্কার হিসেবে বিশ্ব বিখ্যাত অস্ট্রেলিয়ার নেরোলি মেডোজ। দীর্ঘ দিন ধরে তিনি সঞ্চালিকার কাজ করে আসছেন।     ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

316

খেল দুনিয়ায় নেরোলিকে এক নামে চেনেন সকলে। গত বছর পর্যন্ত তিনি ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন।     ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

416

নেরোলির রূপ ও গুন দুই সমান। তার মিষ্টি হাসি ও কথার ভক্ত বিশ্বের বিভিন্ন কোণের ক্রীড়া প্রেমিরা।    ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

516

দীর্ঘ বছর ধরে বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্টের সঞ্চালনা করে আসছেন অস্ট্রেলিয়ার এই তারকা অ্যাঙ্কার।      ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

616

তবে শুধু ক্রিকেট নয়, ফুটবল, টেনিস ,রাগবি সব ধরণের খেলাতেই সাফল্যের সঙ্গে সঞ্চালনা করেন তিনি।      ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

716

সব ধরনের খেলায় সাবলীল ভাবে সঞ্চালনা  করার দক্ষতা থেকেই প্রমাণিত হয় সব খেলার বিষয়ে তার কতটা জ্ঞান।       ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

816

২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপেও সঞ্চালিকার দায়িত্বভার সামলেছিলেন নেরোলি। বিরাট কোহলির সঙ্গে তার কথাবার্তা পছন্দ হয়েছিল সকলের।      ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

916

শুধু জ্ঞান নয়, অ্যাঙ্কারিংয়ের স্কিলে ও বুদ্ধিমত্তার কারণে তিনি অন্যান্য অ্যাঙ্কারদেরকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।               ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1016

ভারতীয় ক্রিকেট বোর্ড নিজের এই মরশুমের আইপিএলের অ্যাঙ্করদের তালিকা বার করেছে৷ তাতে ফ্যানদের চমকে দিয়ে নাম এসেছে অস্ট্রেলিয়ার তারকা অ্যাঙ্কর নেরোলি মেডোজার।       ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

1116

আইপিএলের মত বিশ্ববিখ্যাত ক্রিকেট টুর্নামেন্টে অ্যা্ঙ্কারিং করার সুযোগ মেলায় খুশি অস্ট্রেলিয় অ্যাঙ্কার।          ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1216

আইপিএলের অভিজ্ঞতা প্রথম হলেও, নিজেকে উজার  করে দিতে ও নিজের ব্র্যান্ড ভ্যালু বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী নেরোলি।        ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

1316

আইপিএলে নেরোলি আসার খবরে শুধু বিশ্ব জুড়ে তার ভক্তরা নয়, খুশি ভারতীয় ক্রিকেট প্রেমিরাও।              ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
 

1416

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নেরোলি। ঘনঘন নিজের ছবি পোস্ট করে থাকেন তিনি। তাতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।            ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1516

নিজের হট লুকস ও ফিটনেসের উপরও খুব জোর দেন নেরোলি। যা খুবই পছন্দ করেন তার ভক্ত ও অনুগামীরা।      ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1616

এবার আইপিএলে মায়ান্তির সঙ্গে তার যুগলবন্দি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। একইসঙ্গে দুই সেরা অ্যাঙ্কারের মধ্যে্ যে ঠান্ডা লড়াই চলবে তাও উপভোগ করতে চান ক্রিকেট প্রেমিরা।       ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

Share this Photo Gallery
click me!
Recommended Photos