এবার সশরীরে হাজির ক্রিকেট বিশ্বের নতুন 'স্পাইডার প্যান্ট', রাতের ঘুম উড়েছে নেটিজেনদের

অস্ট্রেলিয়া বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে 'স্পাইডারম্যান-স্পাইডারম্যান' গান ধরেছিলেন ঋষভ পন্থ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আইসিসির তরফে পন্থকে গ্রাফিক্সের মাধ্যমে স্পাইডার ম্য়ানের পোশাক পড়িয়ে ছবি শেয়ার করা হয়েছিল। এবার গ্রাফিক্স নয়, স্পাইডার ম্যানের পোষাক পড়ে স্বয় সামনে এলেন পন্থ। নেট দুনিয়ায় মুহুর্তে ভাইরাল 'স্পাইডার প্যান্ট'-এর ছবি।

Sudip Paul | Published : Jan 30, 2021 9:40 PM / Updated: Jan 30 2021, 09:42 PM IST
110
এবার সশরীরে হাজির ক্রিকেট বিশ্বের নতুন 'স্পাইডার প্যান্ট', রাতের ঘুম উড়েছে নেটিজেনদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে জন্ম হয়েছে ঋষভ পন্থের। প্রথম টেস্টের পর ঋদ্ধির জায়গায় দলে সুযোগ পেলেও একাধিক ক্যাচ ফেলে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ঋষভ।
 

210

তবে ঘুড়ে দাঁড়ানোর জন্য কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছিলেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান। সিডনিতে ভারতের ড্রয়ে ঋষভ পন্থের ৯৭ রানের ইনিংস, ব্রিসবেনে টেস্টে সিরিজ জয়ের পন্থের ৮৯ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
 

310

তবে ব্রিসবেন টেস্টে আরও একটি ঘটনার জন্য লাইমলাইটে এসেছিলেন ঋষভ পন্থ। স্পাইডার ম্যানের গান গেয়ে অভিনব পদ্ধতিতে স্লেজিং ও বোলারকে বুদ্ধি দেন  পন্থ। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। 
 

410

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন উইকেটের পিছন থেকে ওয়াশিংটন সুন্দর-কে নির্দেশ ও ঘূর্ণির জাল বোনারও পরামর্শ দেন পন্থ। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। 'স্পাইডারম্যান-স্পাইডারম্যান' গানেও মুখরিত করেন ব্রিসবেনের সবুজ গালিচা।

510

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অনন্য সাফল্যের জন্য কয়েক দিন আগে ঋষভ পন্থকে গান উৎসর্গ করেছিল আইসিসি। টুইটারে পন্থের মুখ বসিয়ে স্পাইডারম্যানের একটা ছবি পোস্ট করে তারা। একটি গানও লেখা রয়েছে সেখানেই। 

610

টুইটে স্পাইডারম্যানকে  ঋষভ পন্থকে ‘স্পাইডার-প্যান্ট’ বলে সম্বোধন করা হয়। গাব্বায় পন্থের ম্যাচ জেতানো ইনিংসের কথাও উল্লেখ করা হয় সেখানে। আইসসির এই অভিনব সম্মান পেয়ে খুশিও ছিলেন পন্থও।

710

স্পাইডার প্যান্ট তকমা এতটাই পছন্দ হয়েছে পন্থের যে এবার নিজেই স্পাইডারম্যান লুকে ছবি শেয়ার করলেন। ছবি পোস্ট করে তাঁর গান ভাইরাল হওয়ার কথা মনে করিয়ে দিয়ে লেখেন, ‘স্পাইডারম্যানের অনুষঙ্গ বারবার আসুক’।

810

অস্ট্রেলিয়া সফরে সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়। স্পাইডার ম্যান লুকে পন্থের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। তাই ফলোয়ার্স ৪ মিলিয়ন হয়ে গিয়েছে।

910

অস্ট্রেলিয়ায় সাফল্যের পর পন্থের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে এই ছবিতে তার ভক্তরা স্পাইডার ম্যান প্রসঙ্গ তুলে গানের সুরে লিখেছেন, 'স্পাইডারম্যান স্পাইডারম্যান তুনে চুরায়া মেরা দিলকা চ্যান'।

1010

স্পাইডার ম্যান নিয়ে মজে থাকলেও সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। দলে রয়েছেন পন্থ। এবার ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন ঋষভ পন্থ।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos