ডিজে ব্রাভোর বান্ধবীর লুকস ও হটনেসে অবাক হবেন আপনিও, আর না দেখলেই করবেন মিস

আইপিএল খেলতে ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারেবিয়ান তারকা ডোয়েন ব্রাভো। দীর্ঘ বছর ধরে সিএসকে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারের ভূমিকা পালন করে আসছেন ব্রাভো। খেলার পাশে ডিজের ভূমিকাও পালন করেন ব্রাভো। গানও লেখেন নিজেকে। ধোনির জন্মদিনে প্রিয় বন্ধুকে একটি গান উপহার দিয়েছিলেন ব্রাভো। ব্যক্তিগত জীবনেও খুবই রঙিন ডিজে ব্রাভো। আর তার থেকেও রঙিন ব্রাভোর বান্ধবী জোসানা গনজালভিজ। আজ আপনাদের পরিচয় করাবো ব্রাভোর বান্ধবীর সঙ্গে। 
 

Sudip Paul | Published : Sep 17, 2020 3:54 PM IST
115
ডিজে ব্রাভোর বান্ধবীর লুকস ও হটনেসে অবাক হবেন আপনিও, আর না দেখলেই করবেন মিস

দীর্ঘ বছর ধরে ব্রাভোর সহ্গে সম্পর্কে রয়েছেন জোসানা গনজালভিজ। তাদের মধ্যে সম্পর্কের নিবিড়তাও খবু ভাল।      ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

215

তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। বাড়িতে থাকলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন ব্রাভো।     ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

315

খুব মজাতেই একসঙ্গে দিন কাটান ব্রাভো, জোসানা ও তাদের সন্তান। ছবি তুলতেও খুব পছন্দ করে গোটা পরিবার।      ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

415

ব্রাভোর বান্ধবী দেখতেও খুব সুন্দরী। তার রূপ দেখে চোখ ফেরানো দায় হয়ে যার অনেকরই।        ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

515

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় জোসানা গনজালভিজ। খুবই ঘন ঘন নিজের ও পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন তিনি।         ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

615


সোশ্যাল মিডিয়ায় নিজের হট ও বোল্ড ছবিও খুব শেয়ার করেন রোজানা। যা দেখার জন্য অপেক্ষায় থাকেন  সকলেই।            ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

715

রোজানার ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় অধীর আগ্রহে অপেক্ষা করেন তার অনুগামীরা। লাইক ও কমেন্টেরও বন্যা বয়ে যায়।         ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

815

রোজানার এর একটি হট ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জন্য প্রশংসিত হন তিনি।                  ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

915

আয়নার সামনে দাড়িয়ে রোজানার এই হট ছবিটি খুবই পছন্দ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত অনুগামীরা।            ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
 

1015

সামার লুকে জোসানা গনজালভেজের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।                ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
 

1115

বিকিনি পড়া জোসানার এই ছবিটিও শেয়ার করার পর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।        ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
 

1215

শুধু যে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তা নয়। সন্তানকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার করেন জোসানা।              ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
 

1315

ভারতীয় পোষাকেও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জোসানা। ত্রিনিদাদে ইন্ডিয়ান ফেস্টিভেলে যোগ দিয়ে এই ছবিটি তোলেন জোসানা।          ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম

 

1415

আইপিএলে বরাবর পরিবারকে সঙ্গে নিয়ে আসেন ক্রিকেটাররা। কিন্তু করোনার কারণে এবছর তা সম্ভব হয়নি। সুরক্ষার কথা ভেবেই সেই অনুমতি দেয়নি সিএসকে।          ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
 

1515

ফলে মরুদেশে আইপিএল খেলতে গিয়ে যা নিজের সুন্দরী বউ ও সন্তানকে অন্যান্যদের মতন মিস করছেন  ব্রাভো তা আর বলার অপেক্ষা রাখে না।       ছবি সোজন্যঃ ইনস্টাগ্রাম
 

Share this Photo Gallery
click me!

Latest Videos