এখনও পর্যন্ত আইপিএল জেতেনি দিল্লির দল। এই বছর তার প্রথন শিরোপা জেতার জন্য বদ্ধপরিকর। দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়র। তবে দলের ওপেনিং জুটি ধওয়ান ও পৃথ্বীর উপর অনেকটাই নির্ভর করছে দিল্লির ভাগ্য। তাই মাঠের বাইরের মত, মাঠেও একইরকমভাবে পারফর্ম করবে এই জুটি। আশআবাদি দিল্লি ম্যানেজমেন্ট ও সমর্থকরা।