চাহল এখনও পর্যন্ত আইপিএলে ৮৪টি ম্যাচে ১০০টি উইকেট নিয়েছেন। গড় ২৩.১৮। বল হাতে তার ভেলকির যাদুর কথা সকলেই জানেন। কিন্তু যদি চাহলের ব্যাটিংয়ের কথা বলি, এই ডান হাতি স্পিনারের এখনও পর্যন্ত আইপিএলে মোট রান ২১। তার সর্বাধিক স্কোর ৪। এখনও পর্যন্ত আইপিএলে একটি চারও মারেননি যুজবেন্দ্র চাহল।