ক্রিকেটের মাঠে যেমন জনপ্রিয় ক্যারেবিয়ান সুপার স্টার আন্দ্রে রাসেল, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় সবসময় দনপ্রিয়তার শিখরে থাকেন রাসেলের স্ত্রী জেসিম লোরা। ২২ গজে যেমন ব্যাটে ঝড় তোলেন রাসেল, ঠিক তেমনই নেট দুনিয়ায় নিজের রূপ ও হটনেসের ঝড় তোলেন রাসেল পত্ন জেসিম লোরা। বিশেষ করে তার বিকিনি ফটো শুট, নেটিজেনদের কাছে হট কেকে থেকে কম কিছু নয়। জেসিম লোরার বিকিন ফটো শুট মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায়। আজ আপনাদের জন্য রইল আন্দ্রে রাসেলের স্ত্রীর বিকিন ফটো শুটের কিছু মুহূর্ত যা আপনাকেও অবাক করবে।