২০২১ আইপিএলে সিএসকে থেকে বাদ পড়ছে ৭-৮ জন প্লেয়ার, তালিকায় সব মহাতারকাদের নাম

আরব আমিরশাহিতে ১৩ তম আইপিএলে একেবারেই ভালো যায়নি প্রততিযোগিতার ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের। প্রথমবার শেষ চারে পৌছতে পারেন এমএস ধোনির দল। আশানরুপ পারফরমেন্স করতে পারেননি ধোনি সহ দলের একাধিক মহা তারকা প্লেয়ার। তাই ২০২১ আইপিএলের মিনি নিলামের আগে দলের একাধিক তারকাকে ছেটে ফেলা হতে পারে।  সম্পূর্ণ নতুন মোড়কে দেখা মিলতে পারে সিএসকের।
 

Sudip Paul | Published : Jan 12, 2021 1:47 PM IST / Updated: Jan 12 2021, 07:20 PM IST
18
২০২১ আইপিএলে সিএসকে থেকে বাদ পড়ছে ৭-৮ জন প্লেয়ার, তালিকায় সব মহাতারকাদের নাম

বর্তমানে নিলামে অংশ গ্রহণের জন্য সিএসকের হাতে রয়েছে মাত্র ১৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই খুলে গিয়েছে আইপিএলের ট্রেড উইন্ডো। জানুয়ারির ২১ তারিখের মধ্যে জমা দিতে হবে রিলিজ প্লেয়ারের তালিকা। ১১ ফ্রেব্রুয়ারি হবে মিনি নিলাম। তার আগে দলের একাধিক তারকা প্লেয়ারদের ছেড়ে দিয়ে নিলামে অংশ নিতে চাইছে সিএসকে কর্তৃপক্ষ।

28

সিএসকে সূত্রে খবর, দলের কমপক্ষে সাত থেকে আট জন প্লেয়ার রয়েছে কোপ পড়ার তালিকায়। বয়স্ক প্লেয়ারদের বয়ে বেড়াবে বলেই সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ আইপিএলের খারাপ পারফরমেন্সের যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই লক্ষ্য সিএসকের।
 

38

চেন্নাই সুপার কিংস দল থেকে ছেড়ে দেওয়া হতে পারে পীযুষ চাওলাকে। গতবছর অনেক আশা করে প্রাক্তন নাইট তারকাকে দলে নিয়েছিল সিএসকে। কিন্তু আশানরুপ পারফরমেন্স করতে পারেননি তিনি।

48

২০১৯ সালে সিএসকের হয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন প্রোটিয়া তারকা ইমরান তাহির। কিন্তু ২০২০ সালে তেমনভাবে দলে জায়গা হয়নি তার। তা নিয়ে উঠেছিল প্রশ্নও। কিন্তু শেষের দিকে কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও পারফর্ম করতে ব্যর্থ হন তাহির। এবছর তাকে ছেটে ফেলার কথাই ভাবছে সিএসকে কর্তৃপক্ষ।

58

গত আইপিএলে করোনা ভাইরাস মহামারীর কারণে সিএসকে থেকে নাম তুলে নিয়েছিলেন হরভজন সিং। দলের বিপদের দিনে ভাজ্জি না থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন সিএসকে কর্তৃপক্ষ। এবছর তাকে ছাড়ার ভাবনা রয়েছে।
 

68

তালিকায় রয়েছে ডোয়েইন ব্রাভোর নামও। চেন্নাই সুপার কিংসের হয়ে বহু যুদ্ধের নায়ক তিনি। কিন্তু বয়সের ভারে ধার কমেছে ক্যারেবিয়ান তারকার। ফলে বাদ পড়ার তালিকায় রয়েছেন তিনি।
 

78

এছাড়া চেন্নাই সুপার কিংস ছেড়ে দিতে পারেন কর্ণ শর্মা, কেদার যাদবকেও। শেন ওয়াটসন সন ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন , তা নাহলে তাকেও এবছর ছেড়ে দিত সিএসকে।

88

দলে এত রদবদলের মধ্যে সকলের মনে কৌতুহল যে কি হতে চলেছে ধোনির ভবিষ্যৎ। তবে ধোনিকে নিয়ে কোনও সংশয় নেই এই মরসুমে। সব কিছু ঠাকঠাক থাকলে এই মরসুমেই সিএসকের ব্যাটন থাকবে এমএস ধোনির হাতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos