নারী সঙ্গ থেকে রাজকীয় জীবন যাপন, দেখুন লোলিত মোদীর বিতর্কিত ছবিগুলি

বলিউড (Bollywood) অভিনেত্রী ও মিস ইউনিভার্স সুস্মিতা সেনের (Sushmita sen) সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে এনে ফের একবার শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন আইপিএল (IPL) চেয়ারম্যান ললিত মোদী। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী (Lalit Modi) বৃহস্পতিবার অভিনেত্রীর সাথে তার কিছু ছবি শেয়ার করে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ললিত মোদীর নাম বরাবরই বিতর্কে ঘেরা। আইপিএলে তার সন্দেহভাজন ভূমিকা হোক বা মানি লন্ডারিং মামলা। তা ছাড়া ললিত মোদী সবসময়ই তার জীবনযাপন নিয়ে বিতর্কে থেকেছেন। দেখে নিন তার এমনই কয়েকটি ছবি।

Sudip Paul | Published : Jul 16, 2022 11:06 AM IST
110
নারী সঙ্গ থেকে রাজকীয় জীবন যাপন, দেখুন লোলিত মোদীর বিতর্কিত ছবিগুলি

ললিত মোদী ১৯৬৩ সালে দিল্লির একটি মাড়োয়ারি পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার বিলাসিতা এবং ঐশ্বর্যের সাথে জীবনযাপন করার অভ্যাস ছিল। কারণ তার বাবা কৃষ্ণ কুমার মোদী একজন বড় ব্যবসায়ী ছিলেন।

210

ললিত মোদীও তার বাবার মতো একজন বিজনেস টাইকুন হয়েছিলেন এবং তাক আইপিএলের জনক বলা হয়ে থাকে। ২ বছর আইপিএলে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন তিনি। কিন্তু পরে তার সন্দেহজনক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ও তার বিরুদ্ধে অর্থ মানি লন্ডারিং আনা হয়।  তারপরতিনি ছেড়ে চলে যান। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন।

310

এখন এই ছবিতে নিজেই দেখুন, ললিত মোদীকে কীভাবে জঙ্গলের মাঝখানে খোলা জায়গায় চেয়ার নিয়ে আরামে বসে থাকতে দেখা যাচ্ছে। এই ছব থেকেই বোঝা যায় কতটা রাজকীয় জীবনে অভ্যস্ত তিনি। 

410

আইপিএল চলাকালীন ললিত মোদীর অনেক ছবি ভাইরাল হয়েছিল। এই ছবিতে নিজেই তাকে শিল্পা শেঠি ও প্রীতি জিন্টার সাথে দেখা যাচ্ছে। দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের মালিকের সাথে তার ভালো সম্পর্ক ছিল।

510

আইপিএল চলাকালীন প্রায়ই মেয়েরা ঘিরে থাকতেন ললিত মোদীকে। সেটা আইপিএল ম্যাচের পরের পার্টি হোক বা তার ব্যক্তিগত জীবন। ফলে আইপিএলের খেলা পরিচালনা পাশাপাশি অন্যান্য বিনোদনেও গা ভাসাতেন ললিত মোদী।

610

শিল্পা শেঠি ও প্রীতি জিন্টার সঙ্গে তাঁর ছবি প্রায়ই ভাইরাল হত। এখন এই ছবিতে নিজেই দেখুন, শিল্পা শেঠিকে কীভাবে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে ললিত মোদীকে। তাহলে দ্বিতীয় ছবিতে প্রীতি জিন্টাকে কেমন দেখছেন ললিত মোদী।

710

শুধু তাই নয়, বলিউডের মাস্তানি দীপিকা পাড়ুকোনের সঙ্গেও একসাথে দেখা গিয়েছে ললিত মোদি। দ্বিতীয় ছবিতে, দেখুন কিভাবে তাকে তার সিগারেটের বাক্স মেজাজের সঙ্গে দেখাচ্ছেন ললিত মোদী।

810

বিজনেস টাইকুন ললিত মোদি দামি গাড়ি, মদ, সিগারেট খুব পছন্দ করতেন। এখন এই ছবিতে দেখুন, কীভাবে তাকে তার দামি গাড়িতে ঘুরতে দেখা যাচ্ছে, হাতে সিগারেট ধরেছেন।

910

বর্তমানে তার জীবনেও নতুন করে প্রেম এসেছে। তাও আবার প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন ললিতমোদী। ঘোষণা না করলেও শীঘ্রই তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

1010

বর্তমানে তার জীবনেও নতুন করে প্রেম এসেছে। তাও আবার প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন ললিতমোদী। ঘোষণা না করলেও শীঘ্রই তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos