আইপিএলের এক যুগ পেরিয়ে গেলেও এখনও ট্রফি অধরা দেশের রাজধানীর দলের। তবে এই বছর কোচ রিকি পন্টিং ও তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়রের হাত ধরে প্রথমবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। আরবের প্রচন্ড গরম উপেক্ষা করেই চলছে দলের অনুশীলন। পাশাপাশি জিমেও গা ঘামাচ্ছেন প্লেয়াররা। একইসঙ্গে নিজেদের মধ্যে রিল্যাক্স টাইমও উপভোগ করছেন ধওয়ান, ইশান্ত, পৃথ্বীরা।
অস্ট্রেলিয়ানরা বরাবর সবকিছু কঠোরভাবে পালন করে থাকেন। তাই অনুশীলনেও খুব সিরিয়াস কোচ রিকি পন্টিং। অনুশীলনের শুরুতেই দলের সকলকে তাদের কর্তব্য, দায়িত্ব সম্পর্কে অবহিত করিয়ে দেন তিনি।
212
অনুশীলনে ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং সব কিছুই নিজের হাতে দেখছেন প্রাক্তন অজি অধিনায়ক। নিজেও প্লেয়ারদের সঙ্গে উপভোগ করছেন অনুশীলন।