সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অশোক দিন্দা, উস্কে দিলেন বিজেপি যোগের জল্পনাও

দীর্ঘ ২১ বছরের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানালেন জানালেন বাংলা তথা ভারতীয় দলের প্রাক্তন পেস বোলার অশোক দিন্দা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন 'নৈছনপুর এক্সপ্রেস'। বিদায় বেলায় আবেগঘন হয়ে পড়েন দিন্দা। ক্রিকেট কেরিয়ারের সতীর্থ থেকে সেরা মুহূর্ত সবকিছুই অকপটে জানান তিনি। অবসর জীবনে উড়িয়ে দিলেন না রাজনীতিতে যোগের জল্পনাও।
 

Sudip Paul | Published : Feb 3, 2021 2:46 AM IST
112
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অশোক দিন্দা, উস্কে দিলেন বিজেপি যোগের জল্পনাও

২১ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়া। বাংলা দলের হয়ে নিজের সেরাটা উজার করে দিয়েছেন তিনি। খেলেছেন ভারতীয় দলেও। আইপিএলেও একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে নেমেছেন ২২ গজে। অবশেষে চিরতরে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন অশোক দিন্দা।
 

212

২০০৫ সালে বাংলার হয়ে রঞ্জিতে অভিষেক হয়েছিল দিন্দার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই সুযোগ পেয়েছিলেন বলে বিদায় বেলায় স্পষ্ট জানিয়েছেন দিন্দা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৬টি ম্যাচ খেলে ৪২০টি উইকেট রয়েছে দিন্দার। মোট ৯৮টি ঘরোয়া একদিনের ম্যাচে ১৫১ উইকেট রয়েছে তাঁর।
 

312

২০০৯ সালে জাতীয় দলে ডাক পান। দেশের জার্সিতে ১৩টি ওয়ান ডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১২টি এবং টি-২০ তে ১৭টি উইকেট নিয়েছেন।

412

এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলছেন এই প্রাক্তন ডান হাতি পেসার। 
 

512

তবে বাংলার হয়ে নিজের সেরাটা দেওয়ার পরও তিনি রাজনীতির শিকার হয়েছেন বলে গত মরসুমে অভিযোগ করেন দিন্দা। বাংলার কোচ অরুন লাল এবং বোলিং কোচ রনদেব বোসের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন।
 

612

তারপর বাংলার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিন্দা। গত সেপ্টেম্বরে জানিয়ে দিয়েছিলেন, আগামি মরসুমে তিনি গোয়ার হয়ে খেলবেন। গোয়ার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে খেলার পরও অবসর ঘোষণা করলেন দিন্দা।

712

অবসরের পর তিনি জানান, 'কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরেই বুঝতে পারি আর শরীর দিচ্ছে না। দলের সঙ্গে বৈমানি করতে পারব না। এটাই সরে যাওয়ার সেরা সময়। সকলকে ধন্যবাদ।'

812
অবসরের পর বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। '২০০৫-০৬ মরসুমের রঞ্জি ট্রফির দলে আমাকে রাখা হয়নি প্রথমে। দাদার (সৌরভ) সুপারিশেই মহারাষ্ট্রর বিরুদ্ধে সেই বছর আমার অভিষেক হয়। এরপর দলীপ ট্রফি, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বা পুনের হয়ে খেলার ক্ষেত্র্রেও দাদার বিরাট ভূমিকা ছিল।' দাদাকেই সেরা অধিনায়কও বেছেছেন দিন্দা।
912
কেরিয়ারের সেরা মুহূর্ত হিসেবে দিন্দা বেছে নিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেককে। এছাড়া অনূর্ধ্ব ২১ দলের হয়ে ওড়িশার বিরুদ্ধে পারফরমেন্সকে। সেরা উইকেট হিসেবে বাছলেন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের উইকেট।
1012

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে পেয়েছিলেন এমএস ধোনি। ধোনিরও ভূয়সী প্রশংসা করেন দিন্দা। ধোনির দরজা সকলের জন্য সবসময় খোলা থাকত বলে জানিয়েছেন দিন্দা।
 

1112

তবে যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বাংলা ছেড়েছিলেন অশোক দিন্দা। সেই রণদেব বসুকেই বিদায় বেলায় ক্রিকেটে কেরিয়ারের সেরা সতীর্থ হিসেবে বেছে নিয়েছেন তিনি।
 

1212

ক্রিকেট বিদায় জানানোর পর সিএবির ক্রিকেট ট্যালেন্ট কমিটিতে যোগ দিচ্ছেন দিন্দা। আর উল্লেখজনকভাবে রাজনীতিতে যোগ দানের জল্পনাও একেবারের উড়িয়ে দেননি। তিনি জানান,'অনেক কিছুই করার আছে এখনও। পাকাপাকি সিদ্ধান্ত নিইনি। শুভেন্দু অধিকারী আমার জেলার লোক,আগেও দেখা হয়েছে নানা অনুষ্ঠানে। ডাকলে এখনও যাব।' তবে তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন দিন্দা। বিদায় বেলায় উস্কে দিয়েছেন সেই জল্পনাও।

Share this Photo Gallery
click me!

Latest Videos